এই পোষ্টের মাধ্যমে আমরা কেয়ার লেবেল কী এবং কেয়ার লেবেলের কোড সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন।
কেয়ার লেবেল কোড কী?
সাধারণত কাপড় ব্যবহার করার ফলে ময়লা হয়ে যায়, ময়লাযুক্ত কাপড়কে সঠিকভাবে পরিচর্যা করার জন্য কিছু ইনস্ট্রাকশন সাংকেতিক চিহ্ন দেওয়া থাকে এই সাংকেতিক চিহ্ন গুলোই হল কেয়ার লেবেল কোড।
আমরা অনেকেই, কোন কাপড় কিভাবে ধৌত করব, শুকাবো অথবা স্ত্রী করব তা না জেনেই করি। কিন্তু কাপড়ের কেয়ার লেবেলে তা সাংকেতিক চিহ্ন দ্বারা বোঝানো হয়েছে।
চলুন দেখে নিই কেয়ার লেবেলের সাংকেতিক চিহ্নগুলোর ব্যবহার।
সাধারণত কেয়ার লেবেলে পাঁচ ধরনের সাংকেতিক চিহ্ন ব্যবহার করা হয়।
- ধৌতকরণ চিহ্ন (Washing Symbol)
- ব্লিচিং চিহ্ন (Bleaching Symbol)
- আয়রনিং চিহ্ন (Ironning symbol)
- ড্রাই ক্লিনিং চিহ্ন (Dry cleaning symbol)
- ড্রইং চিহ্ন (Drying symbol)
ধৌতকরণ চিহ্ন (Washing Symbol)


এটি হচ্ছে ধৌত করন প্রক্রিয়ার মূল চিহ্ন


যদি ওয়াশিং চিহ্নের মধ্যে ৯৫° সে.গ্রে. থাকে অর্থাৎ এই এই কাপড়টি ৯৫° সেন্টিগ্রেড তাপমাত্রা অথবা এর থেকে কম তাপমাত্রায় ধোয়া যাবে। কিন্তু তাপমাত্রা বেশি তাপমাত্রায় কাপড় দোয়া হলে কাপড়ের গুণগত মান নষ্ট হয়ে যাবে।


এ কেয়ার লেবেলে এরকম কোড থাকলে কাপড়টি হাতে ধৌত করা যাবে কিন্তু ওয়াশিং মেশিন ব্যবহার করা যাবে না।
ব্লিচিং চিহ্ন (Bleaching Symbol)


এই কেয়ার লেবেলের সংকেত দ্বারা বুঝায়, বাসায় ক্লোরিন ব্লিচ করা যাবে।


এই কেয়ার লেবেলের সংকেত দ্বারা বুঝায়, বাসায় ক্লোরিন ব্লিচ করা যাবে না।
আয়রনিং চিহ্ন (Ironning symbol)


এই চিহ্নটি হলো, আয়রনিং বা ইস্ত্রি করার চিহ্ন, এটি দ্বারা পোশাকটি কোন কোন শর্তে আয়রনিং বা ইস্ত্রি করতে হবে তা কোডের মাধ্যমে বোঝানো হয়।


কেয়ার লেভেলে এরকম চিহ্ন/প্রতীক থাকলে বুঝতে হবে, ১৫০° সে.গ্রে. বা তার থেকে কম তাপমাত্রায় আয়রনিং করা যাবে।


কেয়ার লেভেলে এরকম চিহ্ন থাকলে বুঝতে হবে, পোশাকটি কোন ভাবেই আয়রন করা যাবে না।
ড্রাই ক্লিনিং চিহ্ন (Dry cleaning symbol)


কেয়ার লেবেল এরকম চিহ্ন/প্রতীক থাকলে বুঝতে হবে, শুধুমাত্র পারক্লোরো ইথিলিন, সলভেন্ট-১১৩, সলভেন্ট-১১, এবং হোয়াইট স্পিরিটি ব্যবহার করা যাবে।


কেয়ার লেবেল এরকম চিহ্ন/প্রতীক থাকলে বুঝতে হবে, ড্রাই ক্লিনিং করা যাবে না।
ড্রইং চিহ্ন (Drying symbol)


এই চিহ্ন/প্রতীকটি হলো, ড্রাইং কন্ডিশনের প্রতীক। অর্থাৎ কাপড় কিভাবে শুকাবে তা নিয়ে ইনস্ট্রাকশন।


কেয়ার লেবেল এরকম চিহ্ন/প্রতীক থাকলে বুঝতে হবে, টাম্বেল ড্রাইং করা যাবে না।
প্রয়োজনীয় কিছু লিংক।
ওয়েস্টেজ কি? এবং কত প্রকার জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডাইং কি জানতে – ক্লিক করুন।
কাউন্ট নিয়ে যত কথা এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ব্যাচিং কি? জানতে – ক্লিক করুন।