এই পোষ্টের মাধ্যমে আমরা সাধারন সেলাই মেশিন সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।

সাধারন সেলাই মেশিন বলতে, বাসাবাড়িতেও দর্জির দোকানে ব্যবহৃত হয় ঐরকম সেলাই মেশিনকে বোঝানো হয়েছে। বাংলাদেশের সাধারন সেলাই মেশিনের মধ্যে সবথেকে বেশি ব্যবহৃত হয় বাটারফ্লাই ও সিঙ্গার। ( বাটারফ্লাই ) চীনের তৈরি আর ( সিঙ্গার ) ইংল্যান্ডের তৈরি।
সাধারন সেলাই মেশিন আমরা সবাই কমবেশি দেখেছি, হয়তো বাসাবাড়িতে নয়তো কোন দর্জির দোকানে। এই সেলাই মেশিন হাতল অথবা প্যাটেল দ্বারা চালানো হয়। সেলাই মেশিন টি একটি নির্দিষ্ট টেবিলের উপর বসানো থাকে। সেলাই মেশিনের ডানপাশে ব্যালেন্স হুইল, ঠিক তার নিচে একটি বড় হুইল/ফ্লাই হুইলটি একটি রডের মাধ্যমে প্যাডেলের সাথে যুক্ত থাকে। বড় হুইলের সাথে ব্যালেন্স হুইলের ফিতা দ্বারা কানেকশন থাকে। প্যাডেলকে সামনে পিছনে ঘোরালেই মেশিন ঘুরতে থাকে।

সাধারন সেলাই মেশিনের বিভিন্ন যন্ত্রাংশের নাম।
- নিডেল।
- নিডেল প্লেট।
- নিডেল বার।
- থ্রেড টেক আপ স্প্রিং।
- রেগুলেটর।
- স্পুল পিন।
- ব্যালেন্স হুইল।
- হ্যান্ডেল।
- থ্রেড গাইড।
- ববিন।
- ববিন কেইজ ইত্যাদি।
প্রয়োজনীয় কিছু লিংক।
গার্মেন্টসের ব্যবহৃত সেলাই মেশিনগুলো সম্পর্কে জানতে – ক্লিক করুন।
সেলাই মেশিন কি এবং শক্তির উৎস সম্পর্কে জানতে – ক্লিক করুন।
সুইং মেশিনের বিভিন্ন অংশ সম্পর্কে জানতে – ক্লিক করুন।
হাইড্রো মেশিন এর কাজ জানতে – ক্লিক করুন।
বাংলাদেশে অধিকাংশ মানুষ দারিদ্র সীমার নীচে বসবাস করে। তাদের জন্য সেলাই মেশিন জীবিকা নির্বাহের প্রধান উপায় হতে পারে। পোষ্টটি খুব উপকারে আসবে তাদের।
ji sure….
textile banglar shate thakar jonno tnq.