এই পোস্টের মাধ্যমে আমরা ডিএইচইউ (DHU) কী? (DHU) এর পরিমাপ কিভাবে করতে হয় তা জানতে পারবো।
DHU গার্মেন্টসে পোশাকের কোয়ালিটি নির্বাচনে বহুল প্রচলিত ব্যবস্থা।
DHU = Defects per hundred units
ডিএইচইউ (DHU) বুঝার জন্য প্রথমে, পোশাকের “ত্রুটি” (Defect) এবং “ত্রুটিযুক্ত পোশাক” (Defective Garment) দুটি শব্দের সাথে পরিচিত হতে হবে। অনেকের কাছেই এই “ত্রুটি” (Defect) এবং “ত্রুটিযুক্ত পোশাক” (Defective Garment) কী তা পুরোপুরি ভাবে পরিষ্কার নয়।
ত্রুটি (Defect)
পোশাকের মধ্যে কিছু “ত্রুটি” (Defect) থাকে যার কারণে পোশাক (Garment) কোয়ালিটি পাশ করতে পারেনা তাই হল ত্রুটি (Defect)।
গার্মেন্টসের সাধারণ ত্রুটিগুলো
- দাগ
- পাট্টা
- হোল
- ব্রকেন স্টিচ, ইত্যাদি।
ত্রুটিযুক্ত পোশাক (Defective Garment)
কাপড় ইনস্পেকশন/চেক করার যে পোশাকের মধ্যে ত্রুটি পাওয়া যাবে ঐ পোশাকই হল ত্রুটিযুক্ত পোশাক (Defective Garment)।
ডিএইচইউ কী? (What is DHU)
DHU – Defect Per Hundred Unit. ( প্রতি ১০০ ইউনিটে কয়টি ডিফেক্ট পাওয়া গেল )
অর্থাৎ – প্রতি ১০০ পিছ পোশাকে (Garments) এ কতটি ত্রুটি পাওয়া গেল।
ডিএইচইউ (DHU) বের করার সূত্র।
[ মোট ত্রুটির সংখ্যা × ১০০ ÷ মোট চেককৃত পোশাকের (Garments) সংখ্যা ]
উদাহরণ :
প্রশ্ন : একজন গার্মেন্টস কোয়ালিটি চেকার ২৫০ পিছ পোশাক চেক করে ৩৫ টি ত্রুটি পেয়েছে। তাহলে DHU এর হিসাব বের করো।
সমাধান :
দেওয়া আছে,
চেককৃত পোশাকের সংখ্যা – ২৫০টি
মোট ত্রুটির সংখ্যা – ৩৫ টি
সূত্র : মোট ত্রুটির সংখ্যা × ১০০ ÷ মোট চেককৃত পোশাকের সংখ্যা
= ( ২৫০ × ১০০ ÷ ২৫০ ) [ সূত্র অনুযায়ী ]
= ১৪
উত্তর : DHU = ১৪
ডিএইচইউ (DHU) নির্ণয়ের পদ্ধতি
একজন গার্মেন্টস কোয়ালিটি চেকার যখন পোশাক চেক করে তখন তাকে একটি সীটের তা লিপিবদ্ধ করতে হয়।
সীটে যা লিপিবদ্ধ করবে
- মোট চেককৃত পোশাকের সংখ্যা।
- চেককৃত পোশাকের মধ্যে মোট ত্রুটির সংখ্যা।
নিচে একটি কোয়ালিটি ফরমেট ইনস্পেকশন এর চিত্র দেওয়া হল।


আমি আশাকরি, সবাই ডিএইচইউ (DHU) সম্পর্কে ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি কোনো জটিলতা থাকে অবশ্যই কমেন্ট করুন।
প্রয়োজনীয় কিছু লিংক।
গার্মেন্টস প্রোডাক্টের কোয়ালিটি চেনার উপায় সম্পর্কে জানতে – ক্লিক করুন।
পকেট স্যাম্পল কি জানতে – ক্লিক করুন।
SMV কি এবং SMV কি কি কাজে ব্যবহৃত হয় জানতে – ক্লিক করুন।
গার্মেন্টস ওয়াশিং সম্পর্কে জানতে – ক্লিক করুন।
Khub valo vabe bujte parce…
Tnq atto valo show korar jonno.
Tnq sir,
valo vabe bujte parce. Next time smv calculatin ta korle valo hoy…..