এই পোষ্টের মাধ্যমে আমরা ট্রেডিং মিসটেক সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
আসসালামু আলাইকুম, আজকে আলোচনা করব ট্রেডিং মিসটেকস নিয়ে পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা শেয়ার মার্কেটে ট্রেডিং করেন।
একজন ট্রেডারের লাইফে প্রফিট যেরকমই আসুক না কেন কিন্তু তার লাইফের মধ্যে ভরপুর মিসটেক রয়েছে যে মিস্টেক গুলো দিয়ে সে ভালোভাবে ট্রেডিং শিখেছে। এই পোস্টটি খুবই গুরুত্বপূর্ণ এবং ইউনিক কারণ এই পোষ্টের কোন কথাই আপনি, কোন ওয়েবসাইটের মধ্যে অথবা ইউটিউবে কোথাও পাবেন না কারণ এটি সম্পূর্ণ প্র্যাকটিক্যাল এবং অভিজ্ঞতার উপর নির্ভর করে তথ্য শেয়ার করা হয়েছে।
ওভার থিংকিং

আমরা যখন ট্রেড করি তখন অবশ্যই প্ল্যান নিয়ে ট্রেড করি কিন্তু যখন সবকিছুর ঠিক থাকা শর্তেও প্ল্যান ঠিক আছে মার্কেট এনালাইসিস ঠিক আছে, ফান্ডামেন্টাল ও ঠিক আছে, চার্ট প্যাটার্ন ও ঠিক আছে সবকিছু ঠিক থাকা শর্তেও যদি মার্কেট ডাউনে চলে যায় অর্থাৎ স্টপ লস হিট করে তখন আমরা অনেকেই প্যানিক করি। পেনিক পড়ে বাই এবং সেল করতে থাকি অথবা যেই লসটা হয়েছে আমাদের ওই লসটা ইমিডিয়েট প্রফিটে রূপান্তর করার চেষ্টা করি। এটা একদমই করা যাবে না কারন তখন আপনার মাথায় শুধু একটি জিনিসই কাজ করবে যে কিভাবে ওই লস টাকা রিকভার করা যায়। যদি আপনি এই ওভারে পড়ে ট্রেড করেন তাহলে ৯৯% সম্ভাবনা আপনি আরো লসের মুখে পড়বেন।
তাহলে এখন আপনার প্রশ্ন আমি কি করবো?
আপনার এই প্রশ্নের উত্তর হল ল্যাপটপ অথবা মোবাইল যেটা দিয়ে আপনি ট্রেডিং করেন। সাথে সাথে বন্ধ করে দিন যেদিন আপনার লস হয়েছে কমসে কম ওই দিন কোন ট্রেট করা যাবে না। কিন্তু আপনি চাইলে মার্কেট এনালাইসিস করতে পারেন। যা আপনার জন্য ফিউচারে ভালো হবে কিন্তু কোন ট্রেড করা যাবে না। পরের দিন আবার সম্পূর্ণরূপে প্রস্তুতি নিয়ে ট্রেডিং করতে পারেন।
মার্কেট প্রফিট

ধরেন আজকে আপনি একটি ট্রেড করে ১০ হাজার টাকা ইনকাম করেছেন। তারপরও আপনি মার্কেট চার্ট দেখা ছাড়ছেন না। একটা জিনিস সবসময় মনে রাখবেন লোভ খুব খারাপ জিনিস। সুতরাং আপনি যেহেতু আজকে প্রফিট করেছেন তাহলে আপনি আজকে আপনার ল্যাপটপ অফ করে দিন আবার কালকে নতুন করে প্ল্যান করে ট্রেড করুন।
এখন আপনার ১০ হাজার টাকা প্রফিট হয়েছে আপনি আপনার প্রফিট বুক করলেন। এখনো আপনি মার্কেট চার্ট দেখছেন, দেখছেন যে মার্কেট ধীরে ধীরে আরো পড়ে যাচ্ছে এখন তো আপনার মনের মধ্যে অবশ্যই আসবে, ধ্যাত টাকাটা আরো কিছুক্ষণ রেখে দিতাম তাহলে আরো বাড়তো এই চক্করের মধ্যে পড়ে আমরা অনেকবার ভুল এন্ট্রি নিয়েছি। ভুল এন্ট্রি নেওয়ার কারণে যে প্রফিটটা হয়েছে ওই প্রফিটটাও চলে যায়। যদি এন্ট্রি নাও নেয় তাহলে ও বসে বসে রিগ্রেট করতে থাকে, ইস আজকে যদি এটার হতাম তাহলে ১০ হাজার টাকা বেশি কামাইতে পারতাম। এটার মানে আপনি যেই ১০ হাজার টাকা কামিয়েছেন এই ১০ হাজার টাকার উপর আপনি দুঃখি। এটা আপনার লাইফের উপর খুব বেশি ইমবেলেন্স ক্রিয়েট করবে। যা লং টার্মের জন্য খুবই বিপজ্জনক। যতটুকু প্রফিট হয়েছে না কেন এটার মধ্যেই সেটিসফাইড থাকা।
তাই চাচ্ছি না যে আপনিও এই ভুলটা করেন, আমাদের ভুলগুলো আপনাদের সাথে শেয়ার করার উদ্দেশ্য একটাই আপনাদের টাকা হারানোর আগেই আপনি আমাদের ভুলগুলো থেকে শিখুন। আর প্রকৃত বুদ্ধিমান সে “একটি ভুল একবারই করে দ্বিতীয়বার আর সেই ভুল করে না”।
ট্রেডিং প্ল্যান

আজকে ধরেন আপনি কোন একটি ট্রেনিং প্ল্যান করেছেন। কিন্তু কোন কারণবশত আপনি ঘুমিয়ে রয়েছেন, আপনি কলেজে গেছেন অথবা কোন একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন যার কারণে আপনি ট্রেড নিতে পারেননি। কিন্তু পরবর্তীতে গিয়ে দেখেন ইউটিউবে, ইনস্টাগ্রামে অথবা আপনাদের কোন কমিউনিটি থাকলে সেখানে আপনি যেই ট্রেডটি প্লান করেছিলেন তা সাকসেসফুল হয়েছে সেখান থেকে অনেকেই টাকা ইনকাম করেছে। এই মুহূর্তে আপনার এত খারাপ লাগবে যা বলার বাইরে। আপনার মনে হবে যে এই সুযোগটা চলে গেছে কিন্তু আসলে কি তা, আপনি তো জানেন যে আপনার মার্কেট প্রতিদিনই বন্ধ হয় প্রতিদিনই খোলে তাহলে আপনি কেন রিগ্রেট করবেন? এই মার্কেট ১০ বছর আগেও ছিল এখনো আছে দশ বছর পরেও থাকবে। তাই কোন ট্রেড যদি মিস হয়ে যায় তাহলে কোন ভাবেই মন খারাপ করা যাবে না এবং মাইনসেট সব সময় ঠিক রাখতে হবে।
আজকে আলোচনা করলাম এই তিনটি পয়েন্ট আপনি হয়তোবা কোথাও পাবেন না। আমাদের টিম ধীরে ধীরে আপনাদের সাথে আরও ট্রেডিং মিসটেক নিয়ে আলোচনা করবে আপনারা আমাদের সাথেই থাকুন।