ছাদবাগান সৃজন করা বর্তমান সময়ে একটি প্যাসনে পরিনত হয়েছে। আপনার বাড়িতে যদি খোলা, গাছ লাগানোর উপযোগী ছাদ থেকে থাকে তবে আপনি গাছ লাগানোর বেসিক স্কিল শিখে নিয়ে চমৎকার একটি ছাদবাগান তৈরী করে নিতে পারেন।
ছাদবাগান তৈরীর শুরুতে আপনাকে ছোট করে হলেও একটি পরিকল্পনা করে নিতে হবে। প্রথমতঃ আপনাকে তালিকা করে নিতে হবে কি কি প্রজাতির গাছ লাগিয়ে আপনি আপিনার বাগান সাজাবেন। বাগান কি শুধু ফুল আর শোভাবর্ধনকারী গাছ লাগিয়ে বাগান সাজাবেন, নাকি বিভিন্ন ফল, শাক-সবজি লাগিয়ে বাগান গড়ে তুলবেন? নাকি ফল, ফুল, শাক-সবজি সব কিছুর সমন্বয়ে মিশ্র বাগান তৈরী করবেন?
এরপর ঠিক করতে হবে গাছ কি ধরনের পাত্র বা টবে লাগাবেন বা হাফ ড্রামে, পরিত্যক্ত রঙের পাত্রে লাগাবেন? আজকাল মোটা কাপড়, রেক্সিন বা ক্যানভাসের তৈরী গাছ লাগানোর স্যাক ও কিনতে পাওয়া যায়। সেগুলো যোগাড় করেও গাছ লাগাতে পারেন। আপনি কি প্রজাতির চারা লাগাবেন তার উপর ভিত্তি করে টব, ড্রাম বা পাত্র নির্বাচন করবেন।
সাধারণত ছোট ও মাঝারী আকৃতির ফুল, শোভাবর্ধনকারী গাছের জন্য বিভিন্ন মাপের মাটির টব ও মোটা ক্যানভাসের স্যাক ব্যবহার করতে পারেন। লেবু, আম্রপালি আম, ডালিম, বারমাসি থাই আমড়া, জামরুল, পেয়ারা ইত্যাদির কলমের চারার জন্য হাফ ড্রাম বা বড় ভারী ক্যানভাসের গাছ লাগানোর স্যাক ব্যবহার করতে পারেন।
গাছ লাগানোর মিডিয়া হিসাবে ভাল দোয়াশ মাটি ও জৈবসার (কম্পোস্ট, পচা গোবর, খৈল ইত্যাদি) ৩:১ অনুপাতে টবে বা পাত্রে ব্যবহার করতে পারেন। আজকাল মাটি ছাড়াও কোকোপিট নামক নারিকেলের কোকোডাস্ট থেকে তৈরী মিডিয়ামও ব্যবহার করা হয়। যা ওজনে হালকা ও পানিধারণ ক্ষমতা ভাল হওয়ায় এর ব্যবহার বাড়ছে।