বাংলাদেশের তরুনদের জন্য নিজের মাতৃভাষা বাংলায় লিখে আয় করার সুযোগ দিচ্ছে টেক্সটাইল বাংলা। (সকলেই অংশ গ্রহন করতে পারবেন) ২০২২ সাল থেকে এ কার্যক্রম চালু হল সকল ধরনের লেখকদের সুযোগ দেয়ার জন্য। অনেকেই রয়েছেন যারা খুব ভালো লিখতে পারেন কিন্তু কোথায় লিখবেন বা লিখে আয় করার কোনো মাধ্যম পাচ্ছেন না। তাদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে টেক্সটাইল বাংলা।
বাংলাদেশের টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির এবং টেক্সটাইল ছাত্রছাত্রীদের মেন্টর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠতে টেক্সটাইল বাংলার এ প্রচেষ্টায় আপনারা অংশ নিতে পারেন।
টেক্সটাইল বাংলায় কাজ করতে হলে আপনাকে একাগ্রচিত্তে কাজ করতে হবে। সারাদিনের ভেতর অন্যান্য কাজের পাশাপাশি মাত্র এক থেকে দুই ঘণ্টা কাজে লাগিয়ে আপনি টেক্সটাইল বাংলা ওয়েবসাইট থেকে ইনকাম করে নিতে পারেন।
আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। আপনি যদি প্রথম থেকেই ভালো করে কাজ করে যেতে পারেন তাহলে ভবিষ্যতে আমাদের সাথে স্থায়ীভাবে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন।
টেক্সটাইল বাংলায় লেখক হিসাবে কিভাবে যুক্ত হবেন?
কিভাবে টেক্সটাইল বাংলা থেকে ইনকাম করবেন? সেসকল উপায়গুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছেঃ
টেক্সটাইল বাংলায় আয় করার কয়েকটি উপায়
- রেজিষ্ট্রেশন করে আয় – আপনি আপনার রিয়েল ইমেইল আইডি দিয়ে টেক্সটাইল বাংলায় রেজিষ্ট্রশেন করে পাবেন – ১০০০ পয়েন্টস।
- প্রতিদিন টেক্সটাইল বাংলায় ভিজিটের মাধ্যমে পাবেন – ১০০ পয়েন্টস।
- প্রতিদিন টেক্সটাইল বাংলায় কন্টেন্ট ভিউ করার মাধ্যমে পাবেন – ১০ পয়েন্টস (প্রতিটি পোষ্ট ভিউ করার জন্য)। == পোষ্ট ভিউ করেই ২০০০ পয়েন্ট হলেই আপনি মোবাইলে ২০ টাকা রিচার্জ করে নিতে পারবেন।
- প্রতিদিন টেক্সটাইল বাংলায় পোষ্ট করার মাধ্যমে পাবেন – ১০০০ পয়েন্টস (প্রতিটি পোষ্টের জন্য) তা অবশ্যই এপ্রুভ করার পরে।
- প্রতিদিন টেক্সটাইল বাংলার পোষ্টে কমেন্ট করার মাধ্যমে পাবেন – ১০ পয়েন্টস। তা অবশ্যই এপ্রুভ করার পরে।
প্রতি ১০০০ পয়েন্টস ১০ টাকা হিসেবে কাউন্ট করা হবে।
টেক্সটাইল বাংলায় আপনার ২০০০ পয়েন্টস হয়ে গেলেই আপনি টাকা উইথড্র করতে পারবেন। কিভাবে করবেন বিস্তারিত নিচে দেয়া আছে।
আপনারা যারা টেক্সটাইল বাংলা থেকে ইনকাম করতে চান এবং একজন গর্বিত সদস্য হতে চান তাহলে এখনই গুগল প্লেস্টোর থেকে অ্যাপস ইন্সটল করে রেজিষ্টার করে ফেলুন।
পোষ্ট বা আর্টিকেল লিখে আয় করার নিয়ম
পোষ্ট করার নিয়মাবলি
(টেক্সটাইল বাংলা প্রতিটি পোষ্টের জন্য টাকা দেওয়া হবে। প্রতি ১টি পোষ্টে আপনারা ১৫-৩০ টাকা পাবেন।)
- প্রতিটি পোস্টের করার জন্য আপনি ১৫-৩০ টাকা পূর্যন্ত পাবেন।
- পোস্ট সর্বনিম্ন ৫০০ শব্দে হতে হবে।
- পোস্ট অবশ্যই বাংলায় লিখতে হবে।
- কপি করে পোষ্ট করা যাবে না।
- টেক্সটাইল বাংলায় আছে এমন পোষ্ট পাবলিশ করা হবে না।
- প্রতিমাসের সেরা লেখক হিসেবে একজন বোনাস পাবেন।
- যে লেখক ৫০০ এর বেশি সংখ্যক পোস্ট লিখতে পারবে তাকে গোল্ডেন বোনাস দেওয়া হবে।
- টেক্সটাইল বাংলার নীতিমালা মানে না এমন ধরনের পোষ্ট অ্যাপ্রুভ করা হবে না। আর পোস্ট এপ্রুভ না হলে সরাসরি ডিলিট করা হবে।
ভবিষ্যতে আরও ইনকাম করার অপরচুনিটি নিয়ে আসা হবে যেখান থেকে আপনারা আপনাদের স্কিল কাজে লাগিয়ে ইনকাম করে নিতে পারবেন।
Very good job