বাংলাদেশের তরুনদের জন্য নিজের মাতৃভাষা বাংলায় লিখে আয় করার সুযোগ দিচ্ছে টেক্সটাইল বাংলা। (সকলেই অংশ গ্রহন করতে পারবেন) ২০২২ সাল থেকে এ কার্যক্রম চালু হল সকল ধরনের লেখকদের সুযোগ দেয়ার জন্য। অনেকেই রয়েছেন যারা খুব ভালো লিখতে পারেন কিন্তু কোথায় লিখবেন বা লিখে আয় করার কোনো মাধ্যম পাচ্ছেন না। তাদের জন্য একটি মাইলফলক হিসেবে কাজ করবে টেক্সটাইল বাংলা।
বাংলাদেশের টেক্সটাইল ইন্ড্রাস্ট্রির এবং টেক্সটাইল ছাত্রছাত্রীদের মেন্টর হিসেবে প্রতিষ্ঠিত হয়ে উঠতে টেক্সটাইল বাংলার এ প্রচেষ্টায় আপনারা অংশ নিতে পারেন।
টেক্সটাইল বাংলায় কাজ করতে হলে আপনাকে একাগ্রচিত্তে কাজ করতে হবে। সারাদিনের ভেতর অন্যান্য কাজের পাশাপাশি মাত্র এক থেকে দুই ঘণ্টা কাজে লাগিয়ে আপনি টেক্সটাইল বাংলা ওয়েবসাইট থেকে ইনকাম করে নিতে পারেন।
আমরা কোয়ালিটিতে বিশ্বাস করি। আপনি যদি প্রথম থেকেই ভালো করে কাজ করে যেতে পারেন তাহলে ভবিষ্যতে আমাদের সাথে স্থায়ীভাবে যোগ দেওয়ার সুযোগ পেতে পারেন।
টেক্সটাইল বাংলায় লেখক হিসাবে কিভাবে যুক্ত হবেন?
কিভাবে টেক্সটাইল বাংলা থেকে ইনকাম করবেন? সেসকল উপায়গুলো নিয়ে নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছেঃ
(টেক্সটাইল বাংলা প্রতিটি পোষ্টের জন্য টাকা দেওয়া হবে। প্রতি ১টি পোষ্টে আপনারা ১৫-৩০ টাকা পাবেন।)
টেক্সটাইল বাংলায় কিভাবে রেজিস্ট্রেশন করবেন এবং লগইন করবেন
রেজিষ্টার করতে আমাদেরকে মেইল করুন এবং মেইলে আপনার সিভি বা ডিটেইলস দিন। মেইল ঠিকানা – sikderofficials@gmail.com
- প্রতিটি পোস্টের করার জন্য আপনি ১৫-৩০ টাকা পূর্যন্ত পাবেন।
- পোস্ট সর্বনিম্ন ৫০০ শব্দে হতে হবে।
- পোস্ট অবশ্যই বাংলায় লিখতে হবে।
- কপি করে পোষ্ট করা যাবে না।
- টেক্সটাইল বাংলায় আছে এমন পোষ্ট পাবলিশ করা হবে না।
- প্রতিমাসের সেরা লেখক হিসেবে একজন বোনাস পাবেন।
- যে লেখক ৫০০ এর বেশি সংখ্যক পোস্ট লিখতে পারবে তাকে গোল্ডেন বোনাস দেওয়া হবে।
টেক্সটাইল বাংলায় কিভাবে পোস্ট করবেন
- টেক্সটাইল বাংলার নীতিমালা মানে না এমন ধরনের পোষ্ট অ্যাপ্রুভ করা হবে না। আর পোস্ট এপ্রুভ না হলে সরাসরি ডিলিট করা হবে।
ভবিষ্যতে আরও ইনকাম করার অপরচুনিটি নিয়ে আসা হবে যেখান থেকে আপনারা আপনাদের স্কিল কাজে লাগিয়ে ইনকাম করে নিতে পারবেন।
এখনি টেক্সটাইল বাংলার সদস্য হয়ে যান।
কোন সমস্যা হলে আমাদের মেসেজ করুন – sikderofficials@gmail.com
আর্নিং প্রোগ্রাম সম্পর্কে আরো জানতে – https://textilebangla.com/earn-with-textile-bangla/