টেক্সটাইল বাংলায় পোস্ট করার জন্য আপনাকে কিছু নিয়ম ও নীতিমালা মেনে চলতে হবে। রেজিস্ট্রেশন করার পর সদস্য নির্বাচিত হওয়ার সাথে সাথেই টেক্সটাইল বাংলা ধরে নিবে যে আপনি টেক্সটাইল বাংলার নিয়ম নীতি ও পোস্ট সংক্রান্ত নীতিমালা পড়ে নিয়েছেন। (রেজিষ্টার করতে আমাদেরকে মেইল করুন এবং মেইলে আপনার সিভি বা ডিটেইলস দিন। মেইল ঠিকানা – sikderofficials@gmail.com)
আর্টিকেল লিখতে আপনাকে কি কি নিয়ম নীতি অবলম্বন করতে হবে?
১। কোন ভাবেই আপনি অন্যের পোস্ট কপি করে টেক্সটাইল বাংলায় পাবলিশ করতে পারবেন না। পোস্ট সাবমিট করার পর টেক্সটাইল বাংলা কর্তৃপক্ষ আপনার পোস্টটি যাচাই করবে।
২। ব্যক্তিগত দিক থেকে আক্রমণাত্মক বা উস্কানিমূলক কোন পোস্ট করা যাবে না।
৩। কোন ধরনের অশ্লীল ছবি আপলোড করা যাবেনা।
৪। পোস্ট সর্বনিম্ন ৪০০ শব্দের হতে হবে। অন্যথায় আপনার পোস্ট অ্যাপ্রুভ করা হবে না।
৫। ইংরেজি পোস্ট বাংলা ট্রান্সলেট করে সাবমিট করলে অ্যাপ্রুভ করা হবে না।
৬। অর্ধেক পোস্ট করে বা অল্প লিখে বাকিটুকু পড়তে নিজের বা অন্য কোনো সাইটের লিংক দেয়া যাবে না।
৭। ক্রাক সফটওয়্যার, সিরিয়াল কি অথবা প্যাচ ফাইল সরাসরি সাইটে আপলোড করা যাবেনা। তবে অন্য কোন ফাইল শেয়ারিং সাইটে আপলোড করে লিঙ্ক শেয়ার করতে পারবেন। এক্ষেত্রে যদি টেক্সটাইল বাংলা কর্তৃপক্ষ কোন লিংকে আপত্তি করে তাহলে তা অপসারণ করা হবে।
৮। স্পামিং, ধোঁকাবাজি বা হ্যাকিং অথবা অন্যের ক্ষতি হতে পারে এমন টাইপের পোস্ট সাবমিট করা যাবেনা।
৯। আপনার পোস্ট যদি আগে অন্য কোথাও প্রকাশিত হয়ে থাকে তাহলে দ্বিতীয় বার টেক্সটাইল বাংলায় সাবমিট করা যাবেনা।
১০। কপিরাইট আইন লংঘন করে এমন কোন লেখা টেক্সটাইল বাংলা কর্তৃপক্ষ অনুমোদন করবে না।
১১। বিশ্বাস করা যায় না বা ভুয়া এমন কোন পোস্ট লেখা যাবে না।
১২। দাড়ি, কমা, স্পেস, বানান শুদ্ধ না হলে পোস্ট এপ্রুভ করা হবে না।
১৩। অপ্রয়োজনীয় বা টেক্সটাইল বাংলায় অলরেডি আছে এমন পুরাতন কোন পোস্ট নিয়ে লেখা যাবে না।
মনে রাখবেন আপনি এমন কোন পোস্ট সাবমিট করবেন না যে পোষ্ট আমরা এপ্রুভ করা হবে না বরং ডিলেট করা হবে। যদি কোন ভাবে আপনার পোষ্ট টেক্সটাইল বাংলা কর্তৃপক্ষ দ্বারা ডিলিট করা হয় তাহলে কিন্তু আপনি ১০০ পয়েন্ট হারিয়ে ফেলবেন প্রতি পোস্টের জন্য।
কোন সমস্যা হলে আমাদের মেসেজ করুন – https://textilebangla.com/contact-us/
ওয়েবসাইট ভিজিট করুন – https://textilebangla.com/
আর্নিং প্রোগ্রাম সম্পর্কে আরো জানতে – https://textilebangla.com/earn-with-textile-bangla/