আজকে এই পোস্টের মাধ্যমে আমরা জানতে পারব ফাঁকা চেক দিলে কি কি বিপদ হতে পারে
এই পোস্টটি মূলত যারা ফাঁকা চেক দিচ্ছেন তাদের উদ্দেশ্যে, পোস্টটি হচ্ছে একটি সতর্কতামুলক পোস্ট ফাঁকা চেক দিলে আপনার কি কি ক্ষতি হতে পারে এই নিয়ে আজকের আলোচনা হবে
আপনার থেকে টাকা পায় এক লাখ, দেড় লক্ষ পাওনাদার আপনার থেকে টাকা চাইলে টাকা না দিতে পেরে আপনি তাকে ফাকা চেক দিচ্ছেন, যারা সুদ খায় সুদ খোর তারা সুদে টাকা দেওয়ার আগে একটি ব্ল্যাঙ্ক চেক বা ফাঁকা চেক চায়, চেক দেওয়ার পরেই আপনাকে টাকা দিবে বেশিরভাগ ক্ষেত্রেই টাকার জন্য ফাঁকা চেক অনেকেই দিয়ে থাকেন
এখন বেশিরভাগ সময়ই দেখা যায় সুদে টাকা এনে কেউ ঠিক মত টাকা পরিশোধ করতে পারেনা এক্ষেত্রে খুব দ্রুত সম্পর্ক খারাপ হয়ে যায়। আর সম্পর্ক খারাপ হলেই আপনার ফাঁকা চেকটির অপব্যবহার হতে পারে। আপনি তার থেকে এক লক্ষ টাকা সুদে এনেছেন কিন্তু খারাপ সম্পর্ক হবার কারণে সুদখোর এক লক্ষ টাকার পরিবর্তে 10 লক্ষ টাকা বসিয়ে আপনার বিরুদ্ধে মামলা করে দেবে। এটা খুবই কমন একটি ঘটনা বর্তমানে প্রতি গ্রামে হয়ে থাকে হয়তো আপনার গ্রামে হয়েছে ভালো করে খোঁজ খবর নিয়ে দেখলে পাবেন।
তাই চেক দেওয়ার ক্ষেত্রে কখনোই ফাঁকা চেক দিবেন না। এটা একদম নিষেধ বলতে পারেন। কারণ আপনি কখন কোথায় ফেঁসে যান তা বলা বড় দায়।
এখন অনেক ক্ষেত্রেই হয়ে থাকে যে অনেকেই ফাঁকা চেক ভুলবশত সুদখোরকে দিয়েছেন। এখন যদি সুদখোর আপনার বিরুদ্ধে মামলা করে তাহলে অবশ্যই থানা থেকে একটি নোটিশ আসবে আপনার বাড়িতে নোটিশটির জবাব নির্দ্বিধায় নির্ভয় আপনাকে দিতে হবে। যদি আপনি নোটিশের জবাব না দেন তাহলে আপনার বড় ক্ষতি হতে পারে দেখা গেল পিয়ন আপনার বাড়িতে এসে আপনাকে না পেয়ে কোনো জবাব ছাড়াই সে চলে গেল।
নোটিশ গ্যাপ হয়ে গেলে পর থেকে আপনার বিরুদ্ধে খোঁজ নেওয়া হয়। খোঁজ নেওয়ার পরে যদি আপনি হাজিরা না দেন তাহলে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হবে ওয়ারেন্টের এক পর্যায়ে শুনানি হয় এবং পরবর্তীতে সাজা হয়ে যায়।
তাই যদি আপনি প্রথমেই নোটিশের জবাব দেন তাহলে আপনার আর এই সমস্যাটি হবে না। নোটিশ আসলে আপনি আপনার সমস্যাটি ভেঙে বলবেন, আপনার সাথে কোন ধরনের প্রতারণা করা হয়েছে কিভাবে প্রতারণা করা হয়েছে তাও ভেঙে বলবেন। আবারও মনে রাখবেন যে কেউ মিথ্যা মামলা করতে পারে কিন্তু আপনাকে তার জবাব দিতে হবে যদি জবাব না দেন তাহলে কিন্তু আপনি ফেঁসে যেতে পারেন।
যদি একবার ওয়ারেন্ট হয়ে যায় তাহলে আপনার বলার কিছু থাকবে না। হয়তোবা আপনি জামিনে বের হতে পারবেন কিন্তু শুনানি হওয়ার আগ পর্যন্ত আপনি তেমন কিছু বলতে পারবেন না। তাই আবারও বলছি খালি চেক দেওয়ার পূর্বে খুবই সতর্ক থাকবেন। যদিও খালি চেক চায় কাউকে দিয়ে দেন তাহলে উপযুক্ত প্রমান রাখবেন যে আপনি তাকে খালি চেক দিয়েছেন।
প্রমাণ হিসাবে আপনি একটি ছোট ভিডিও করে রাখতে পারেন। অথবা স্ট্যাম্পের মধ্যে এর বিস্তারিত লিখে তার স্বাক্ষর নিতে পারেন। ছবির মতো বিভিন্ন প্রমাণ রাখতে পারেন।
পরবর্তীতে যদি আপনি কোর্টের কোন ঝামেলা ফেঁসে যান তাহলে এই প্রমাণগুলো আপনাকে বাঁচাতে সাহায্য করবে।
আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দিয়ে পোস্টটি পড়ার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন।
আরো দেখুন :-
- টেক্সটাইলের বেসিক ধারণা
- নিজেকে কিভাবে সবার কাছে রহস্যময় করে তুলবেন
- কাপড়ের সংজ্ঞা
- গোসলের সুন্নত সমূহ
- তাইয়াম্মুমের সুন্নত সমূহ