এই পোষ্টের মাধ্যমে আমরা হাইপোক্লোরাইড ব্লিচিং এর সাবধানতা সম্পর্কে আলোচনা করব।
হাইপোক্লোরাইড ব্লিচিং এর সাবধানতা
হাইপোক্লোরাইড ব্লিচিং এর সময় দ্রব্যকে অবশ্যই উজ্জ্বল সূর্যের আলোর স্পর্শ থেকে দূরে রাখতে হবে, যদি উজ্জ্বল সূর্যের আলো দ্রব্য কি স্পর্শ করে তাহলে ফাইবার দুর্বল হয়ে যাবে।
হাইপোক্লোরাইড দ্রবণের ঘনত্ব গরমকালে এবং শীতকালের তাপমাত্রার তারতরাম্যের উপর নির্ভর করে সমন্বয় করতে হবে কারণ প্রতি ৮°C তাপমাত্রা বৃদ্ধিতে ব্লিচিং এর অ্যাকশনের গতি দ্বিগুণ হয়ে যায়।
৪০°C এর উপরে তাপমাত্রা সব সময় বর্জন করা দরকার কেননা ব্লিচিং এর একশন ত্বরান্বিত হয় তাই ফাইবারের অক্সিসেলুলোজ এর ফরম হয়ে কাপড়কে দুর্বল করে তুলবে।
ধাতব পাত্র যা ব্লিচিং এর জন্য ক্ষতিকর তা ব্যবহার করা যাবে না কেননা ধাতব পাত্রে সংস্পর্শে ব্লিচিং এর সময় কটন ক্ষতিগ্রস্ত হয়। তাই স্টিলনেস স্টিলের পাত্র ব্যবহার করা উচিত।
আরো দেখুন :-
- সিঙ্গেল জার্সি ফেব্রিক চেনার উপায়
- ফিলামেন্ট স্পিনিং | Fillament Spinning
- ছাদবাগানে গাছ লাগানো
- নিটিং হেল্পারের কাজ কি
- নিটিং ইন্টারভিউর প্রশ্ন – ২