শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
আজকে আমরা গার্মেন্টস স্যাম্পলের যেই সমস্যাগুলো বেশি দেখা দেয় ওই সমস্যাগুলো নিয়ে আলোচনা করব।
স্যাম্পল সমস্যাগুলো
- কালার প্রব্লেম (Colour Problem)
- প্রিন্টিং প্রবলেম (Printing Problem)
- প্রিন্টিং কোয়ালিটি প্রবলেম (Printing Quality Problem)
- এক্সেসরিজ প্রবলেম (Accessories Problem)
- ব্রান্ড লেভেলিং প্রবলেম (Brand Labelling Problem)
- কেয়ার লেবেল প্রবলেম (Care label Problem)
- স্টাইল প্রবলেম (Style Problem)
- কোয়ালিটি প্রবলেম (Quality Problem)
- উইথ প্রবলেম (Width Problem)
- মেজারমেন্ট প্রবলেম (Measurement Problem)
উপরে স্যাম্পল প্রবলেমের বিস্তারিত আলোচনা করা হলো।
কালার প্রব্লেম (Colour Problem)
কালার সমস্যা বলতে বায়ার যে স্যাম্পল দিয়েছে কাপড় তৈরি করার জন্য ওই স্যাম্পল এর কালারের সাথে তৈরিকৃত পোশাকের কালার ম্যাচ না হওয়া ইত্যাদি।
প্রিন্টিং প্রবলেম(Printing Problem)
প্রিন্টার সমস্যা বলতে বায়ারের চাহিদা ব্যতীত অন্য কোন প্রিন্ট দেওয়া গার্মেন্টস স্যাম্পল a1 প্রিন্ট এর জায়গায় অন্য কোন প্রিন্ট বসিয়ে দেওয়া।
প্রিন্টিং এর সমস্যাগুলো
- প্রিন্টিং এর মেজারমেন্ট ঠিক না হওয়া।
- প্রিন্ট ফল্ট থাকা।
- প্রিন্টিং এর ইলাস্টিক ঠিক না থাকা।
- প্রিন্টিং এর সাইজ বিভিন্নতর হওয়া।
- প্রিন্টিং এর সাইজ গ্রেডিং সমস্যা হওয়া।
- প্রিন্ট পোশাকের বডিতে ঠিকমতো না বসা।
প্রিন্টিং কোয়ালিটি প্রবলেম (Printing Quality Problem)
বায়ারের স্যাম্পল তৈরি করার জন্য বায়ার যে কোয়ালিটি সম্পন্ন প্রিন্ট দিয়েছে, স্যাম্পল তৈরি করার পরে বায়ারের পিন্ট কোয়ালিটি আর স্যাম্পল প্রিন্ট কোয়ালিটি ম্যাচ না করা।
এক্সেসরিজ প্রবলেম (Accessories Problem)
গার্মেন্টস স্যাম্পল তৈরি করার জন্য অনেক ধরনের এক্সেসরিজ ব্যবহার করা হয়। এই এক্সোসরিস ছাড়া গার্মেন্টস স্যাম্পল সম্পূর্ণরূপে তৈরি করা সম্ভব নয়।
বায়ারের চাহিদা অনুযায়ী এক্সেসরিজ স্যাম্পলে না দিয়ে অন্যরকম এক্সেসরিজ দেওয়া , আবার এক্সেসরিজ এর কোয়ালিটি সম্পন্ন না হওয়া।
এগুলোই এক্সেসরিজ প্রবলেম।
ব্র্যান্ড লেভেলিং প্রবলেম (Brand Lavelling Problem)
গার্মেন্টস স্যাম্পল তৈরি করার সময় বাইরের দেওয়া ব্রান্ড লেবেল ব্যবহার না করে অন্য বায়ারের দেওয়া ব্রান্ড লেভেল ব্যবহার করা, অথবা ব্র্যান্ড লেভেলের যে তথ্য দেওয়া থাকে তা সঠিক না থাকা।
কেয়ার লেবেল প্রবলেম (Care label)
প্রস্তুতকৃত গার্মেন্টস স্যাম্পল তৈরি করার সময় যে কেয়ার লেবেল ব্যবহার করা হয় ঐ কেয়ার লেভেলের তথ্যাবলী ভুল থাকা। অন্য বায়ারের কেয়ার লেবেল ব্যবহার করা। কেয়ার লেবেল এর সাইজ ছোট বড় হওয়া। কেয়ার লেবেলে যে নির্দেশাবলী দেওয়া থাকে তা সঠিক না থাকাই হলো কেয়ার লেবেল প্রবলেম।
স্টাইল প্রবলেম (Style Problem)
বায়ার যখন মার্চেন্ডাইজার কে প্রস্তুতকৃত স্যাম্পল এর আর্টওয়ার্ক দেয় তখন স্যাম্পল এ কি কি স্টাইল থাকবে তা উল্লেখ করা থাকে। গার্মেন্টসে স্যাম্পল প্রস্তুত করার সময় বায়ারের দেওয়া আর্টওয়ার্ক স্টাইল এর সাথে প্রস্তুতকৃত স্যাম্পল এর মিল না থাকলে।
এটাই হলো স্টাইল প্রবলেম
কোয়ালিটি প্রবলেম (Quality Problem)
স্যাম্পল কোয়ালিটি প্রবলেম বলতে প্রস্তুতকৃত স্যাম্পল এর মাঝে বিভিন্ন ধরনের ফল্ট পাওয়া।
নিচে ফল্ট গুলো উল্লেখ করা হলো।
- মিস ইয়ার্ন
- ওয়াল স্পট
- আয়রন স্পট
- ব্রকেন স্টিচ
- সাইড আপ ডাউন
- ডাবল সুইং
- ফেব্রিক একপাশে পাতলা একপাশে মোটা।
উইথ প্রবলেম (Width Problem)
প্রতিটি স্যাম্পল এর সাইজ অনুযায়ী বায়ার নির্দিষ্ট উইথ দিয়ে থাকেন
বায়ার মূলত কাস্টমারের সাইজ অনুযায়ী উইথ দিয়ে থাকেন
বায়ারের দেওয়া উইথ এর সাথে গার্মেন্টসে স্যাম্পল উইথ ডিফারেন্ট থাকাই উইথ প্রবলেম।
মেজারমেন্ট প্রবলেম (Measurement Problem)
স্যাম্পল বিভাগের সব থেকে বেশি গুরুত্ব সহকারে এই মেজারমেন্ট প্রবলেম কে দেখা হয়। কারণ স্যাম্পল এর মেজারমেন্ট এ কোন সমস্যা হলে বায়ার তা কখনোই ক্রয় করবেনা।
মেজারমেন্ট প্রবলেম বলতে, বায়ার স্যাম্পল তৈরি করার জন্য একটি আর্টওয়ার্ক দিয়ে থাকে, সেখানে পোশাকের বডির বিভিন্ন মেজারমেন্ট থাকে। যেমন, চেস্ট (Chast) এর মেজারমেন্ট, লং (hight) মেজারমেন্ট, উইথ (Width) মেজারমেন্ট, সোল্ডার (Shilder) মেজারমেন্ট ইত্যাদি দেওয়া থাকে।
Jantachai
ধন্যবাদ আপনাকে।