এই পোস্টের মাধ্যমে আমরা স্কাওয়ারিং রেসিপি সম্পর্কে জানতে পারব।
স্টোরিং রেসিপি অনেক ধরনের হয়ে থাকে কটনের জন্য একরকম রেসিপি আবার উলের জন্য অন্য রেসিপি। আজকে আমরা কটন স্কাওয়ারিং রেসিপি সম্পর্কে জানতে পারব এই রেসিপিটি কিয়ারে দিয়ে করতে হবে।
কাস্টিক সোডা – কাস্টিক সোডা সাধারণত ২ – ৫% ব্যবহার করা হয় কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে প্রসেসকৃত কাপড়ের ওজনের উপর।
সোডা অ্যাশ – ২ – ৩ % ব্যবহার করা হয় কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে প্রসেসকৃত কাপড়ের ওজনের উপর।
ওয়েটিং এজেন্ট – ১% ব্যবহার করা হয় কিন্তু এটা সম্পূর্ণ নির্ভর করে প্রসেসকৃত কাপড়ের ওজনের উপর।
পানি – ২০× এটা অনির্ভর করে প্রসেস্কৃত কাপড়ের ওজনের উপর।
তাপমাত্রা – তাপমাত্রা সাধারণত প্রেসার ছাড়া ১০০°C আর প্রেসার বয়েলিং করলে ১২৫°C – ১৩০°C পর্যন্ত হয়।
সময় – খোলা অবস্থায় ৮ থেকে ১২ ঘণ্টা এবং বন্ধ অবস্থায় ৬ ঘন্টা।
প্রেসার – খোলা কিয়ারে অ্যাটমোসফিয়ারিং প্রেসার। বন্ধ কিয়ারে ২০-৩০ পাউন্ড বর্গ ইঞ্চি।