এই পোষ্টের মাধ্যমে আমরা জেফরান অ্যাকরাইলিক সম্পর্কে জানতে পারবো।
জেফরান হল নাইট্রাইল অ্যাকরাইলিক মিশ্রিত ফাইবার, এটি কিছুটা স্বতন্ত্রতা নিয়ে অ্যাকরালিক ফাইবারের মতোই তৈরি করা হয়। জেফরান অ্যাকরাইলিক একমাএ ব্যাডিসচ কর্পোরেশন নামক এক কোম্পানি তৈরি করে। কোম্পানি তাদের বাণিজ্যিক কারণে উৎপাদন সংক্রান্ত তথ্য গোপন রাখে তাই এখনো পর্যন্ত এর উৎপাদন প্রণালী সঠিকভাবে জানা যায়নি।
অ্যাকরাইলিক ফাইবার অনেক ধরনের তৈরি করা হয়। জেফরান ফাইবার এককভাবে স্পান করে সুতা তৈরি করা যায়। আরো বিভিন্নভাবে সুতা তৈরি করা সম্ভব।