ডাইং করা ফেব্রিকের শেড বোঝার উপায়

এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারবো কিভাবে ডাইং করা ফেব্রিকের শেড বুঝা যায়।
ডাইং করার ফেব্রিকের সেট বুঝার উপায় অনেকগুলো রয়েছে তার মধ্যে কিছু নির্দিষ্ট উপায়ে বলে দিচ্ছি যা দ্বারা আপনি খুব সহজেই ডাইং করা ফেব্রিকের সেট বুঝতে পারবেন।
স্যম্পলটি এক হাতে রাখবেন এবং ডাইং করা ফেব্রিক টেবিলে বিছাবেন এবং উপরে ভালো এনার্জি ঠিক বাল্ব থাকতে হবে যা মোটেও রঙিন কোনো বাল্প হবে না।
স্যম্পলটির সাথে মিলাতে হবে
- প্রথমেই দেখবেন কালার লাইট নাকি ডিপ।
- স্যম্পলের তুলনায় কালার ডার্ক নাকি লাইট।
- ডাইংকৃত কাপড়ে কোন Yellowish আছে কিনা।
- স্যম্পলের কাপড়ের থেকে বেশি ব্রাইট অথবা নাইট কিনা।
- স্যম্পলের তুলনায় বেশি Blueish আথবা Greenish কি না।
মোটকথা আপনি পুরো হুবহু সিম্পলের সাথে মিলাবেন। যেখানেই দেখবেন কোন গরমিল রয়েছে সেখানেই প্রবলেম। এ বিষয়গুলো মাথায় রাখলেই আপনি ডাইং শেড মিলাতে পারবেন।