নিজেকে কিভাবে সবার কাছে রহস্যময় করে তুলবেন 

আজকে আজকেরর এই পোষ্টের মাধ্যমে আমরা জানবো কিভাবে নিজেকে সবার কাছে রহস্যময় করা যাবে। 

আমরা সবাই নিজেকে অন্যের কাছে রহস্যময় করে তুলতে খুবই পছন্দ করি। নিজেকে রহস্যময় করে তুললে আপনার বিহেভিয়ার সম্পর্কে অন্য একজন খুব তাড়াতাড়ি আন্দাজ করতে পারবেনা। তাই জেনে অজানে আমরা সবাই নিজেকে রহস্যময়ী করে তুলতে চাই। 

নিজেকে রহস্যময় করে তোলবার বিষয়টা খুব একটা সহজ না,আপনি চাইলেই যেকোনো সময় নিজের ভিতরে কোন একটি ভালো অভ্যাস গঠন করতে পারবেন না, ভালো অভ্যাস গঠন করার জন্য অবশ্যই আপনাকে সময় নিতে হবে আর বারবার ওই অভ্যাসটার প্র্যাকটিস করতে হবে| তাহলেই আপনি খুব সহজেই  আপনার ভালো অভ্যাসগুলো দ্বারা নিজেকে অন্যের কাছে রহস্যময় করে তুলতে পারবেন| 

চলুন তাহলে দেখে নেয়া যাক কি কি ভালো অভ্যাস নিজের ভিতরে গঠন করলে নিজেকে খুব সহজেই অন্যের কাছে রহস্যময়ই করে তোলা যাবে|

  • কম কথা বলুন এবং বেশি শুনুন কম উত্তর দিন
  • পোশাকের পরিবর্তন
  • ব্যক্তিগত বিষয়ে কারো কাছে শেয়ার করবেন না
  • অন্যের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন
  • মানুষের মন মেজাজ বুঝে আচরণ করুন
  • নিজের উদ্দেশ্য এবং পরিকল্পনা কারো কাছে শেয়ার করবেন না
  • নিজেকে কখনো সস্তা করবেন না

কম কথা বলুন এবং বেশি শুনুন কম উত্তর দিন

কম কথা বলুন এর অর্থ হচ্ছে যেখানে যেই কথা প্রয়োজন আপনি ওইখানে ওই কথা বলবেন| যেখানে যে কথার প্রয়োজন নেই ওইখানে কথা বলার কোন দরকার নেই| অন্যের কথা শুনুন এবং বোঝার চেষ্টা করে উত্তর দিন| অযথা বেশি কথা বলার দ্বারা নিজের ওয়েট নষ্ট হয়| যেমন কেউ আপনার কথাকে পাত্তা দিবে না ইত্যাদি ইত্যাদি|

পোশাকের পরিবর্তন

নিজেকে অন্যের কাছে রহস্যময় করে তোলার জন্য পোশাকের পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ| বর্তমান সমাজের মানুষ পোশাককে অনেক গুরুত্ব দেয়|  তাই আপনার পোশাকে পরিবর্তন আনাটা খুবই জরুরী|

  • যতটুকু সম্ভব পরিস্কার পোশাক পরিধান করুন
  • একই পোশাক বারবার পরিধান না করা|
  • পরিবেশ বুঝে পোশাক পরিধান করা|  যেমন:  কোন বিয়ের অনুষ্ঠানে গেলে, কোর্ট ফরমাল প্যান্ট ইত্যাদি পাড়া|  অথবা ধর্মীয় কোন অনুষ্ঠানে গেলে পায়জামা পাঞ্জাবি পরা|

ব্যক্তিগত বিষয়ে কারো কাছে শেয়ার করবেন না

নিজের ব্যক্তিগত এবং পার্সোনাল নিজের যে জিনিসগুলো আছে এইগুলো আপনার বন্ধুদের কাছে অথবা অন্য কারো কাছে শেয়ার করবেন না| খুব স্বাভাবিকভাবেই আপনি দেখবেন যে আপনার কোন ব্যক্তিগত জিনিস যদি কেউ একটু জানতে পারে তাহলে আপনাকে বলবে যে এই বিষয়টা আমাকে পুরোপুরি বল, যে তোমার সাথে কি হয়েছিল| এরকম মুহূর্তেও নিজের ব্যক্তিগত কোন বিষয়কে অন্য কারো সাথে শেয়ার করবেন না| অবশ্য আপনার পরিবারের কোন মেম্বারদের কাছে শেয়ার করলে ক্ষতি নেই যদি তাকে আপনার জন্য বিপদজনক মনে হয় তাহলে শেয়ার না করা ভালো| 

নিজের ব্যক্তিগত  ব্যাপার অন্য কারো কাছে শেয়ার করলে পরবর্তী একটা সময়ে এই বিষয়টা নিয়ে ঘাটাঘাটি হবে এবং এই বিষয়টা নিয়ে আপনাকে লজ্জিত হতে হতে পারে|

অন্যের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন

অন্যের সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করুন, নিজের ব্যক্তিগত কোন তথ্য অন্য কারো কাছে শেয়ার করবেন না এই কথার মানে এইটা না যে আপনি তার সম্পর্কে জেনে তাকে কোন ক্ষতি করবেন| যদি সে আপনাকে কোন সময় কোন ক্ষতি করার চেষ্টা করে তাহলে হয়তোবা আপনি তাকে কোন একটা ব্যাপার দিয়ে থামিয়ে দিতে পারবেন| তাই সবসময় এটা মাথায় রাখবেন যে নিজের কোন ব্যক্তিগত তথ্য অন্য কেউ যাতে জানতে না পারে কিন্তু অন্যের ব্যক্তিগত তথ্য আপনি যতটুকু জানতে পারেন নিজের মধ্যে রাখার চেষ্টা করবেন যদি তার দ্বারা কোন ক্ষতি সম্ভাবনা থাকে তাহলে এই তথ্য আপনার জন্য হাতিয়ার হয়ে দাঁড়াবে|

মানুষের মন মেজাজ বুঝে আচরণ করুন

সব সময় সব মানুষের মন মেজাজ একরকম থাকে না, কখনো কখনো মন খুবই ভালো থাকে আবার কখনো কখনো মন খুবই খারাপ থাকে| তাই আপনাকে আগে তার পরিস্থিতি জানতে হবে, অন্য কারো সাথে ব্যবহার করতে হবে। অবশ্যই ব্যবহার করার পূর্বে আপনি যার সাথে কথা বলতে চান তার মেজাজ বুঝে নিলে আপনার জন্য অনেক সুবিধা হয়। 

নিজের উদ্দেশ্য এবং পরিকল্পনা কারো কাছে শেয়ার করবেন না

পৃথিবীর মধ্যে এমন ঘটনার অভাব নেই যে একজন অন্য একজনের উদ্দেশ্য এবং পরিকল্পনা কপি করে অনেক ধনী হয়ে গেছে। আপনি গুগলে সার্চ করে দেখেন যদি বিশ্বাস না হয় তাহলে। তাই আপনি কখনোই আপনার পরিকল্পনা অন্য একজনের কাছে শেয়ার করতে যাবেন না আর আমার মনে হয় যে অন্য একজনের পরিকল্পনা ও আপনার সোনার দরকার নেই যদি সে আপনাকে জানাইতে না চায়। যদি সে আপনাকে তার পরিকল্পনা জানাতে চায় তাহলে আপনি অবশ্যই জানাবেন কোন সমস্যা নেই কিন্তু গুপ্তচর ভাবে অথবা অন্য কোন ভাবে ট্রাই কারো পরিকল্পনা না জানাটাই ভালো।

নিজেকে কখনো সস্তা করবেন না

নিজেকে কখনো সস্তা করবেন না, নিজেকে কখনো সস্তা করবেন না এই কথাটার মানে হচ্ছে সস্তা জিনিস সব সময় অটোমেটিক হাতের কাছে চলে আসে আর একটা জিনিস ভালো ভাবে খেয়াল করে দেখবেন সস্তা জিনিসের কদর খুব কম হয়। এই জিনিসটা আপনি নিজে নিজেই উপলব্ধি করতে পারবেন  যেমন কেউ আপনাকে ডাকলো আপনি খুব তাড়াতাড়ি সাড়া দিলেন কেউ আপনাকে ডাকলো আপনি চলে গেলেন।  এরকম করে দীর্ঘদিন চলার পরে দেখবেন যে আপনাকে ডাকছে সে আপনাকে ঠিক মত পাত্তা দিবে না ইত্যাদি আপনাদের মধ্যে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হবে তাই কখনোই নিজেকে সস্তা করবেন না নিজের ওজন ওয়েট বজায় রাখার চেষ্টা করবেন ধন্যবাদ।

নিজেকে রহস্যময় করে তোলার ভিডিও দেখে নিন ইউটিউব থেকে

 উপরে দেওয়া টিপস গুলো সম্পূর্ণই নিজের থেকে দেওয়া যদি ভালো লাগে অবশ্যই আমাদের ওয়েবসাইটের পরবর্তী আরো বিভিন্ন পোস্ট আছে পড়বেন আপনাকে অসংখ্য ধন্যবাদ।

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742

2 Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *