এই প্রশ্নের মাধ্যমে আমরা Huawei Watch GT 3 Classic Addition সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
Huawei খুবই জনপ্রিয় একটি ব্র্যান্ড। আমরা সবাই কমবেশি এই ব্রান্ড সম্পর্কে জানি। আজকে যেই ঘড়িটি নিয়ে কথা বলব এর দাম হল ২৪ হাজার টাকা। এখন প্রশ্ন হলো,
- এত দাম দিয়ে একটি ঘড়ি কিনব?
- একটা স্মার্টফোনের সমান দাম?
- এত দামি ঘড়িতে কি কি আছে?
এই সবগুলো প্রশ্নের উত্তর এই পোষ্টের মাধ্যমে পেয়ে যাবেন।
ঘড়িটিতে যে স্টেপ দেওয়া হবে তা সাধারণত লেদার স্টেপ থাকবে। অবশ্যই খুবই উন্নতমানের লেদার ব্যবহার করা হয়েছে। স্টেপ সহ ঘড়িটির ওজন ৫৬ গ্রাম। ঘড়ির পুরো ফ্রেমটা টাইটানিক প্লাস সিরামিক্স এর সাহায্যে বানানো হয়েছে। ঘড়ির মধ্যে পেয়ে যাবেন একটি রোটেটিং ক্রাউন এই ক্রাউনের মাধ্যমে পেজ স্কোল করতে পারবেন মিউজিক প্লে বেকের সময় ব্যবহার করতে পারবেন এবং সাউন্ড কমাতে বাড়াতে পারবেন।
ঘড়িটির থিকনেস ১১ মিলিমিটার। যা খুবই স্লিম দেখতেও অনেক সুন্দর। ঘড়িটিতে রয়েছে লাউডস্পীকার এবং মাউথ স্পিকার। তাছাড়াও রয়েছে ৫ এ টি এম পর্যন্ত ওয়াটার রেজিস্ট্যান্স তাই এই ঘড়িটা নিয়ে আপনি চাইলেই সাতরাতে পারবেন পানির নিচে কোন সমস্যা ছাড়াই।
ঘড়ির মধ্যে একটা ইন্টারেস্টিং ফিচার আছে পানিতে নামলে অবশ্যই স্পিকারের ভিতরে অংশে তাছাড়া ঘড়ির মধ্যে যে ছোট ছোট ফুটা থাকে ওইগুলোর ভিতরে পানি ঢুকে তাই ঘড়িতে একটি ড্রেইন নামক একটি অপশন দেওয়া রয়েছে তাতে ক্লিক করলেই ভিতরে যে পানি গুলো ঢুকেছে তা অটোমেটিক বেরিয়ে যাবে।
চলুন তাহলে ঘড়িটির ফিচার সম্পর্কে আরো বিস্তারিত জেনে নেয়া যাক।
স্পেসিফিকেশন :




উপরে তো আপনারা ঘড়িটির স্পেসিফিকেশন দেখেই নিলেন। তবে ঘড়িটি ব্যবহার করে খুব মজা পাবেন আমরা আমাদের ইউজার এক্সপেরিয়েন্স আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করেছি আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসবেন ধন্যবাদ।
যদি ঘড়িটি ভালো লাগে অবশ্যই নিচের লিংক থেকে কিনে নিবেন।
Huawei Watch GT 3 Classic Addition Buy Now