শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
এই পোষ্টের মাধ্যমে মানব দেহের বিভিন্ন অঙ্গ সমূহের মাপের তালিকা সম্পর্কে আলোচনা করা হলো।
বিশেষ করে যারা টেইলার্স অথবা টেক্সটাইল নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এই পোস্টটি খুবই জরুরী।
- ১.ঝুল (Length) জামার লম্বা কে বুঝায়। ঝুল মূলত কাধ থেকে জামার নিচ পর্যন্ত দৈর্ঘ্যকে বলা হয়।
- ২.পুট (Put) কাঁধের উচ্চহার থেকে মেরুদন্ডের সবথেকে উঁচু হওয়া পর্যন্ত মাপকে পুট বলা হয়।
- ৩. পুট হাতা (Put – Sleeves) পুটের সাথে হাতার লম্বা জুড়লেই পুট হাতার মাপ পাওয়া যায়।
- ৪. হাতা (Sleeves) হাতের কব্জির নীচ থেকে কাঁধের উপরের উঁচু হাড় পর্যন্তকে হাতা বলা হয়।
- ৫. ছাতি (Chest) শিনার অথবা বুকের মাপকে ছাতি বলা হয়।
- ৬. গলা (Neck) আমরা সবাই জানি গলার মাপ কিভাবে নেওয়া হয়। মেরুদন্ডের সবথেকে উঁচু ঘরের উপর দিয়ে গলার চারপাশে ঘুরিয়ে গলার মাপ নেওয়া হয়।
- ৭. মুহরি (Wrist) মুহরির মাপ হাতের কব্জির চারপাশে ঘুরিয়ে নেওয়া হয়।
- ৮. সেস্ত (Natural Wrist) কোমর থেকে মেরুদণ্ডের উপরের হার পর্যন্ত যে মাপ নেওয়া হয় তাকে সেস্ত বলা হয়।
- ৯. কোমড় (Waist) কোমরের চারপাশে ঘুরিয়ে কোমরের মাপ নেওয়া হয়।
- ১০. সিট (Seat) এইমাত্র তো প্যান্ট অথবা পায়জামা তৈরি করতে দরকার হয়।
- ১১. প্যান্টের লম্বা (Pants Length) কোমর থেকে পায়ের টাকনু পর্যন্ত লম্বা হিসেবে যে মাপ নেওয়া হয় তাকেই বোঝানো হয়েছে। টেলারিং এর ভাষায় একে প্যান্টের ঝুল বলা হয়।
- ১২. হাটু (Knee) হাঁটুর জয়েন্টকে ঘিরে যে মাপ নেওয়া হয়।
- ১৩. সেকম (Leg Length) পায়ের গোড়ালি থেকে একটু উপরের নরম অংশ থেকে ঘিরে আবার পায়ের গোড়ালি পর্যন্ত আসলে যে মাফ পাওয়া যায় তাকেই সেকম বলা হয়।
- ১৪. প্যান্টের মুহরী (Wrist Pants) হাঁটুর মাপ থেকে দুই থেকে তিন ইঞ্চি কম করে ধরলেই মুহরীর মাপ পাওয়া যায়।
- ১৫. কোমড় (Waist) কোমরের চারপাশ দিয়ে যে মাপ নেওয়া হয়।
- ১৬. স্মল (Small) হাঁটুর গোল অংশে ঠিক মাঝখানে নিচ পায়ের চারপাশে দিয়ে ফিতে ঘুরিয়ে এই মাপ নেওয়া যায়।
- ১৭. কনুই (Elbow) হাতের কনুই ভেঙ্গে কনুইয়ের চারপাশে ঢিলে ভাবে ফিতা ধরলেই এই মাপ পাওয়া যায়।
- ১৮. হেড (Head) কান থেকে একটু উপরে সমস্ত মাথা ঘুরিয়ে হেডের মাপ নেওয়া যায়