মেশিন স্কাওয়ারিং | Machine Scouring 

এই পোষ্টের মাধ্যমে আমরা মেশিন স্কাওয়ারিং সম্পর্কে জানতে পারব।

মেশিন স্কাওয়ারিং

বর্তমানে সবকিছুই ডিজিটাল এবং উন্নত, তেমনি স্কাওয়ারিং করার জন্য রয়েছে অনেক উন্নত ও আধুনিক মেশিন। এইসব মেশিন দিয়ে খুব অল্প সময়ে ভালোভাবে কম খরচে স্কাওয়ারিং করা যায়। ভালো এবং উন্নত মানের স্কাওয়ারিং মেশিনগুলো কেবলমাত্র বড় বড় শিল্প প্রতিষ্ঠান যেখানে অনেক বড় পরিসরে ওয়েট প্রসেসিংয়ের কাজগুলো সম্পন্ন করা হয় সেখানে দেখা যায়। কিন্তু ছোট ছোট কুটির শিল্পের মতো যেই শিল্পগুলো আছে সেখানে সাধারণত স্কাওয়ারিং মেশিনের দেখা মিলে না। 

আধুনিক স্কাওয়ারিং মেশিন দিয়ে খুব তাড়াতাড়ি নিখুঁতভাবে স্কয়ারিং কার্য সম্পন্ন করা যায়। কিন্তু এক্ষেত্রে মেশিনের তাপমাত্রা, সময়কাল এবং পিএইচ এর মান নিয়ন্ত্রণে না থাকলে কাপড় ক্ষতিগ্রস্ত হয়।

মেশিন স্কাওয়ারিং এর একটি ভিডিও :- 


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আরো ভালো ভালো পোস্ট পেতে টেক্সটাইল বাংলার সাথেই থাকুন

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742