বেসিক ডাই এর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর

বেসিক ডাই কি

যে ডাই এ অ্যামিনো বা সাবস্টিটিউট অ্যামিনো গ্রুপ বিদ্যমান রয়েছে এবং আয়নিত হয়ে কালারড ক্যাটায়ন এবং কালারলেস অ্যানায়ন উৎপন্ন করে তাকেই বেসিক ডাই বলা হয়।

প্রশ্ন :- বেসিক ডাই এর কয়েকটি বাণিজ্যিক নাম :-

উত্তর :-

১. মাজিবন

২. অ্যাস্টাজব

৩. সেভরন

৪. টিনাজল সিআরএ

৫. ডিউরলেন

প্রশ্ন :- বেসিক ডাই এর অপর নাম কি 

উত্তর :- ক্যাট আয়নিক ডাই

প্রশ্ন :- সর্বপ্রথম যেই বেসিক ডাই আবিষ্কৃত হয় তার নাম কি 

উত্তর :- মোভ

প্রশ্ন :- বেসিক ডাই এর ওয়াশিং ফাস্টনেস কিরকম

উত্তর :- খুবই ভালো

প্রশ্ন :- বিসিক ডাই দ্বারা কি কি ফাইবার ডাইং করা হয় 

উত্তর :-

  • সিল্ক ফাইবার
  • অ্যাক্রিলিক ফাইবার

প্রশ্ন :- বেসিক ডাইকে দ্রবণীয় করার নিয়ম

উত্তর :- অ্যাসিটিক এসিড, মেথিলেটেড স্পিরিট এর সাহায্য দ্রবণীয় করা হয়।

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আরো ভালো ভালো পোস্ট পেতে টেক্সটাইল বাংলার সাথেই থাকুন

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742