শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
এই পোষ্টের মাধ্যমে আমরা ডাইং সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর জানতে পারব।
প্রশ্ন :- ডাইং কি?
উত্তর :- ডাইং হচ্ছে রাসায়নিক পদার্থ।
প্রশ্ন :- পিগমেন্ট কি?
উত্তর :- পিগমেন্ট হল কালারিং বস্তু।
প্রশ্ন :- ডাইং এর কিছু গুণাবলী লিখ।
উত্তর :- ডাইং এর গুনাবলী :-
- রং ধারণ ক্ষমতা
- দ্রবণীয়তা
- স্থায়িত্ব
- আকর্ষণ ক্ষমতা।
প্রশ্ন :- পানিতে দ্রবণীয় কয়েকটি ডাইস্টাফের নাম লিখ।
উত্তর :- পানিতে দ্রবণীয় কয়েকটি ডাইস্টাফ :-
- ডাইরেক্ট ডাই।
- অ্যাসিড ডাই।
- রিয়্যাকটিভ ডাই।
প্রশ্ন :- পানিতে অদ্রবণীয় কিছু ডাইস্টাফের নাম লিখ।
উত্তর :- পানিতে অদ্রবণীয় কিছু ডাইস্টাফের নাম :-
- ভ্যাট ডাই।
- ডিসপাস ডাই।
- সালফার ডাই।
প্রশ্ন :- ডাইং এর শর্ত কি?
উত্তর :-
ডাইং এর শর্ত হলো :-
তাপমাত্রা সময় এবং PH।
প্রশ্ন :- সাধারণত ডাই অনু কিভাবে ফাইবারের সাথে লেগে থাকে?
উত্তর :- সাধারণত ডাই অনু রাসায়নিক শক্তির সাহায্যে ফাইবারের সাথে লেগে থাকে।
প্রশ্ন :- ডাই এর শোষণ কোন কোন বিষয়ের উপর নির্ভরশীল?
উত্তর :- ডাই এর শোষণ যে বিষয়গুলোর উপর নির্ভরশীল :-
- তাপমাত্রা।
- ইলেক্ট্রোপটেনশিয়াল ফোর্স।
- নড়াচড়া।
প্রশ্ন :- ডাই এবং ফাইবার এর সাথে কোন কোন বন্ড সৃষ্টি হয়?
উত্তর :- ডাই এবং ফাইবারের সাথে যেই বন্ড গুলো সৃষ্টি হয় :-
- আয়নিক বন্ড।
- হাইড্রোজেন বন্ড।
- কো – ভ্যালেন্ট বন্ড।
প্রশ্ন :- হাইড্রোফোবিক ফাইবারের দুটি উদাহরণ লিখ।
উত্তর :- হাইড্রোফোবিক ফাইবারের 2টি উদাহরণ :-
- পলিয়েস্টার।
- অ্যাক্রিলিক।