শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
প্রতিটি প্রফেশনালের ভিতরে কিছু গোপনীয়তা বা রহস্য থাকে। আজকে আমরা জানতে পারবো প্রায় 99% প্রফেশনাল দের মধ্যে যেই দশটি গোপনীয়তা বা রহস্য বেশি লক্ষ্য করা যায়।
- যদি কেউ প্রশংসা তুল্য হয় তাহলে তাকে সবার সামনে প্রশংসা করেন। যদি কারো কাজে কোন ভুল থাকে তাহলে তা সবার সামনে সমালোচনা না করে তাকে সবার থেকে আলাদা করে তার ভুল ধরিয়ে দেন।
- রাস্তায় যখন কারো সাথে কথা বলেন তখন সানগ্লাস খুলে কথা বলেন এটা অন্যের প্রতি সম্মান প্রদর্শন করা হয় তার পাশাপাশি চোখে চোখ রেখে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ তাই মূলত প্রফেশনালরা কাজটি করেন।
- প্রফেশনাল প্রথমে অন্যকে কথা বলার সুযোগ দেয় কথা বলার মাঝখানে ইন্টারফেয়ার করে না যখন কথা বলা পুরোপুরি শেষ হয় তখন সে তার নিজের কথা আরম্ভ করে।
- প্রফেশনালরা যখন কথা বলে তখন খুবই কম কথা বলে এবং কথা শুনে বেশি। এবং তাদের শব্দগুচ্ছের পরিধি খুব ভালো।
- যখনই কোন ইম্পরট্যান্ট কাজ থাকবে তখন নিজের মোবাইলকে অফ অথবা এরোপ্লেন মোডে রেখে দেয়।
- রেস্টুরেন্টের খাবারের বিলটা সবসময়ই নিচে দেওয়ার চেষ্টা করে অন্যের তুলনায়।
- প্রফেশনালরা খুবই কম পরামর্শ দেয়, কিন্তু পরামর্শ তাকেই দেয় যে তার কাছ থেকে পরামর্শ চায়। সবাইকে পরামর্শ দিতে চায় না।
- কারো কাছ থেকে ধার নিলে তা সঠিক সময়ে পরিশোধ করে দেয়। তারা এটি কি নিজের দায়িত্ব বলে মনে করে।
- কখনো যদি প্রফেশনালরা কারো থেকে উপকার পায় তাহলে সাথে সাথে সেই উপকারের কৃতজ্ঞ বোধ করে। এবং এই উপকার সবসময় মনে রাখে যখনই উপকার করার সুযোগ হবে তখন উপকার করে দেবে। এবং যে উপকার করেছে তাকে কখনোই বলবে না যে, সে উপকার করেছে।
- প্রফেশনালরা নিজেদের ব্যক্তিগত তথ্য বা বিজনেস আইডিয়া প্ল্যান ইত্যাদি কারো কাছে শেয়ার করে না।
টেক্সটাইল বাংলা এপ্লিকেশনটি ডাউনলোড করে এখনি টাকা ইনকাম করা শুরু করে দিন।
পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ আরো ভাল ভাল পোস্ট পেতে টেক্সটাইল বাংলার সাথেই থাকুন।