শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
এই পোস্টটি পড়ার মাধ্যমে আপনি জানতে পারবেন কারা স্মার্ট এবং কারা আনস্মার্ট। সাথে সাথে নিজের ভিতর যে কমতি গুলো আছে এগুলো ঠিক করে ফেলতে পারবেন। চলুন তাহলে আর দেরি না করে শুরু করা যাক।
স্মার্টনেস বলতে যা বোঝায় :
- কখন কোথায় কোন কথা বলতে হবে তা সঠিকভাবে রপ্ত করা।
- কখনো কাউকে প্রয়োজনের অতিরিক্ত না ভালোবাসা।
- যোগ্যতা বুঝে সবাইকে মূল্যায়ন করা।
(কথাটা শুনতে খারাপ গেল অনেকটা বাস্তব, যখন আপনি কাউকে তার যোগ্যতার অতিরিক্ত মূল্যায়ন করবেন তখন এর বাস্তবতা বুঝতে পারবেন)
- সময়ের কাজ সময় মত করে ফেলা।
- যখন অন্য কেউ কথা বলবে তখন তার শোনা তার পরে উত্তর দেওয়া কথা বলার সময় কোন বাধা না দেওয়া।
- নিজের অভিজ্ঞতা বাড়ানো জ্ঞান বাড়ানো ইত্যাদির দিকে বেশি ফোকাস করা।
- যখন কারো সাথে কথা বলে তখন চোখে চোখ রেখে কথা বলা।
- সব সময় নিজেকে হাস্যোজ্জ্বল সতেজ রাখা।
- নিজের শারীরিক ফিটনেস এর দিকে নজর রাখা।
- সব সময় নিজের বুঝ আগে বুঝে নাও।
- নিজের সামাজিক অবস্থা বৃদ্ধি করা।
- নিজের ভিতর স্মার্টনেস তৈরি করা।
- সমস্ত সামাজিক অনুষ্ঠানে হাজির থাকা।
- পোশাক আশাক যাতে রুচিসম্মত হয় তার দিকে ভালোভাবে খেয়াল রাখা।
- মানুষ যখন কথা বলে তার কথা কে ভালোভাবে খেয়াল করে বুঝতে হবে সে তার কথা দিয়ে কি ইঙ্গিত করতে চাচ্ছে অথবা তার মতিগতি কি।
- নিজেকে সব সময় উদার রাখা।
সর্বশেষে একটি কথা বলব, একজন স্মার্ট ব্যক্তি তার দুনিয়া এবং আখেরাত দুইটি ঠিক রাখবে। তার জন্য দরকার পাঁচ ওয়াক্ত নামাজ পড়া।
(আমরা যে ভাইয়েরা নামাজের দিকে একটু অমনোযোগী তারা অবশ্যই একটু ভালো করে খেয়াল করে পাঁচ ওয়াক্ত নামাজ সময় মত আদায় করে নিব দেখবেন আল্লাহ তা’আলা আপনাকে দুনিয়ার মধ্যে অনেক ভাল কিছু অনুভব করাবেন)
টেক্সটাইল বাংলা অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনকাম করা শুরু করে দিন
পোস্টটি সম্পূর্ণ পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
Amader ai tips golo follow kora ochit