এই পোষ্টের মাধ্যমে আমরা টেরি কাপড় সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
টেরি কাপড়
টেরি ফেব্রিকের একপাশে অথবা উভয় পাশে ভেলভেট ফেব্রিক এর মত আনকাট পাইল থাকে। এটি এমন একটি ফেব্রিক যা প্রচুর পরিমাণে পানি শোষণ করার ক্ষমতা রাখে। টেরি ফেব্রিক নরম এবং আরামদায়ক বলে তোয়ালে, ডাইপার ইত্যাদি নরম কাপড় দ্বারা তৈরি হয় এমন জিনিসের মধ্যে এই ফেব্রিক ব্যবহার করা হয়।
টেরি ফেব্রিক নিটিং বা উইভ দুই ভাবেই তৈরি করা যায়। এই ফেব্রিক তুলা থেকে তৈরি করা হয়, কিন্তু তুলা ছাড়াও প্রাকৃতিক এবং কৃত্রিম ফাইবার থেকে তৈরি করা যায়।
টেরি ফেব্রিকের গঠন

টেরি ফেব্রিকের ধরন
বাজারে সাধারণত চার ধরনের টেরি ফেব্রিক পাওয়া যায়।
- 3 pic টেরি
- 4 pic টেরি
- 5 pic টেরি
- 6 pic টেরি
উপরোক্ত বেশি ব্যবহৃত হয় এবং জনপ্রিয় ৩ এবং ৪ পিক টেরি।
টেরি ফেব্রিকের বৈশিষ্ট্য
- টেরি ফেব্রিক সিঙ্গেল এবং ডাবল পাইলের হয়।
- ফেব্রিকের পাইলে টানা সুতা ব্যবহার করা হয়।
- বেশিরভাগ ক্ষেত্রে কটন ব্যবহার করা হয়ে থাকে পাইলে।
- টেরি ফেব্রিকে ব্যবহৃত সুতায় পানি শোষণ ক্ষমতা বেশি থাকে।
- ফেব্রিক এর মধ্যে ব্যবহৃত সুতা গুলো সফট বা নরম থাকে।
টেরি ফেব্রিক এর সুবিধা
- আরামদায়ক :- টেরি কাপড়ের অভ্যন্তরের মধ্যে নরম এবং আরামদায়ক সুতা ব্যবহার করা হয় যাতে কাপড়টি ত্বকের জন্য খুবই আরামদায়ক হয়।
- শুষ্কতা :- শরীর থেকে ঘাম সরিয়ে দেয় এবং দেহকে শুকনো রাখে।
- সম্প্রসারণ :- টেরি ফেব্রিকে যথেষ্ট পরিমাণের ফ্লেক্সিবলিটি রয়েছে। তাই এই ফেব্রিক জিম ইয়োগা ওয়ার্কআউটের ক্ষেত্রে ব্যবহার করা যায়।
টেরি ফেব্রিকের ব্যবহার
- আমরা সবাই কমবেশি এই ফেব্রিক ব্যবহার করে থাকি হয়তো অনেকেই নাম জানিনা কিন্তু ফেব্রিক ব্যবহার করে থাকি।
- আমরা তো সবাই কমবেশি তোয়ালে ব্যবহার করি, গোসল শেষ করে অথবা জিম করে ঘেমে গেলে ইত্যাদি নানা সময়ে তোয়ালে ব্যবহার করে থাকি এই তোয়ালে টেরি ফেব্রিক দিয়ে তৈরি।
- ফার্নিশিং ক্লথ তৈরি করার ক্ষেত্রে টেরি ফেব্রিক ব্যবহার করা হয়।
- সোফার কভার তৈরি করার ক্ষেত্রে এই ফেব্রিক ব্যবহার করা হয়।
- টাওয়াল, বেড কভার ইত্যাদি তৈরি করার ক্ষেত্রে টেরি ফেব্রিক ব্যবহার করা হয়।






Thanks vai, ❤️
ধন্যবাদ ভাই
Thanks for advise