টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তির বিজ্ঞপ্তি ২০২০ – ২০২১

এই পোষ্টের মাধ্যমে আমরা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারব।

এর আগে অনেকগুলো পোষ্টের মধ্যে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ের সম্পর্কে আলোচনা করেছি তবে আজকের পোস্টটি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভর্তির বিজ্ঞপ্তি সম্পর্কে। 

এই পোস্টের মধ্যে থাকছে, ২০২০ – ২০২১ সালের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এর ভর্তি বিজ্ঞপ্তি গুলো। আশা করি, আপনারা এই তথ্যগুলো জেনে আবেদন করতে পারবেন।

আপনাদের মধ্যে অনেকেই কম জিপিএ নিয়ে বুটেক্সে আবেদন করতে পারেননি অথবা চান্স পাননি। তাহলে আপনাদের জন্য এই জায়গাটি হতে পারে অন্যতম একটি স্থান যার মাধ্যমে আপনি খুব সহজেই খুঁজে পাবেন আপনি কোন ভার্সিটিতে ভর্তি হবেন।

সরকারি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজের নাম এবং আসন সংখ্যা

  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ জোরালগঞ্জ, মিরসরাই চট্টগ্রাম
  • পাবনা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, শলগড়িয়া পাবনা
  • টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বেগমগঞ্জ নোয়াখালী
  • শহীদ আব্দুর রব সেরনিয়াবাদ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বরিশাল
  • শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, আড়ুয়াকান্দি মধুপুর ঝিনাইদহ
  • ডা. একে ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ রংপুর
  • শেখ রেহানা টেক্সটিলে ইঞ্জিনীরিং কলেজ, গোপালগঞ্জ

উপরোক্ত প্রতিটি কলেজে চারটি করে বিভাগ রয়েছে 

  • ইয়ার্ন
  • ফেব্রিক
  • ওয়েট প্রসেসিং
  • অ্যাপারেল

প্রত্যেকটি কলেজের প্রত্যেকটি বিভাগের ৩০টি করে আসন রয়েছে। অর্থাৎ (৩০ × ৪) = ১২০। একটি কলেজে সবগুলো বিভাগ মিলিয়ে মোট আসন রয়েছে ১২০ টি। একটি কলেজে ১২০ টি আসল হলে ৭ টি কলেজে মোট আসন (৭ × ১২০) = ৮৪০।

আবেদন করার যোগ্যতা

আবেদন করার জন্য এসএসসি এবং এইচএসসি দুটোই বিজ্ঞান বিভাগ থেকে হতে হবে। এই দুটো পরীক্ষায় আলাদা করে ৩.৫০ পেতে হবে। কিন্তু এইচএসসি পরীক্ষায় পদার্থ রসায়ন গণিত এবং ইংরেজিতে ৫.০ করে ২০ গ্রেট এর মধ্যে ১৫ পেতে হবে। এবং উপরোক্ত বিষয়গুলো হতে নূন্যতম আলাদাভাবে ৩.০ থাকতে হবে।

ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা হবে ২০০ নাম্বারে এমসিকিউ পদ্ধতিতে। সময় থাকবে ১ ঘণ্টা ২০ মিনিট।

পরীক্ষাতে প্রশ্ন আসবে ১০০ টি প্রতিটি প্রশ্নের মান থাকবে ২ নম্বর করে। গণিত – ৬০, পদার্থ – ৬০, রসায়ন – ৬০, ইংরেজি – ২০।

ভর্তি পরীক্ষার শর্তাবলী

  • ভর্তি পরীক্ষা হবে উচ্চ মাধ্যমিকের সিলেবাস অনুযায়ী।
  • প্রতিটি ভুল উত্তরের জন্য ০.৫০ নাম্বার কাটা হবে।
  • প্রতিটি বৃত্ত কালো কালির বলপেন দিয়ে পূরন করতে হবে।
  • পরীক্ষা চলাকালীন সময়ে ক্যালকুলেটর ঘড়ি মোবাইল সাথে রাখা যাবে না।

ভর্তি পরীক্ষার আবেদন পদ্ধতি

ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে টেলিটক সিম দিয়ে এবং আবেদন ফি হচ্ছে ১ হাজার টাকা।

এসএমএস পাঠানোর পদ্ধতি

প্রথম এসএমএস

Textile-Admission-SMS-01

এসএমএস দেওয়ার পর ফিরতি এসএমএসে একটি পিন পাবেন সেই পিন দিয়ে আরেকটি এসএমএস করতে হবে।

দ্বিতীয় এসএমএস

Textile-Admission-SMS-02

ফিরতি এসএমএসে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পাবেন যেটা দিয়ে http://dot.teletalk.com.bd অথবা www.dot.gov.bd এই দুটি ওয়েবসাইটে ছবিও সই আপলোড করে প্রবেশপত্র ডাউনলোড করে নিতে হবে প্রবেশপত্র ডাউনলোড এর সময় এসএমএস দিয়ে জানিয়ে দেওয়া হবে।

ইউজার আইডি ও পাসওয়ার্ড হারিয়ে গেলে কি করবেন?

Textile-Admission-SMS-03

পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আরো ভালো ভালো পোস্ট পেতে টেক্সটাইল বাংলার সাথেই থাকুন

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742