এই পোষ্টের মাধ্যমে আমরা ড্র-ফ্রেমে উৎপাদিত ওয়েস্টেজগুলো সম্পর্কে বিস্তারিত জানতে পারব।
ওয়েস্টেজ
স্পিনিং এ সুতা প্রস্তুত করার সময় বিভিন্নভাবে বিভিন্ন মেশিন থেকে ধুলাবালি, নেপস ইত্যাদি অপদ্রব্য বের হয় তাই হল ওয়েস্টেজ।
ড্র-ফ্রেমের উৎপাদিত ওয়েস্টেজগুলো
- স্লাইভারের ওয়েস্টেজ
- রোলার ওয়েস্টেজ
- ড্রপিং
- সুইপিং ওয়েস্টেজ
- নিউমোফিল
ড্র-ফ্রেমে ওয়েস্টেজগুলোর বিস্তারিত
স্লাইভারের ওয়েস্টেজ
ড্রইং মেশিনের ডেলিভারি প্রান্তে স্লাইভার ছিড়ে গেলে স্লাইভারের টুকরোকে অপচয় হিসেবে গণ্য করা হয়।
রোলার ওয়েস্টেজ
ড্রইং মেশিন চলাকালীন সময়ে রোলারের পৃষ্ঠে বিভিন্ন কারণে অনেক আঁশসমূহ আটকে যায় যা পরে মেশিন বন্ধ করে পরিষ্কার করতে হয়। এই ওয়েস্টেজ কে রোলার ওয়েস্টেজ বলা হয়।
ড্রপিং
ড্রইং মেশিনে ফিডে খাটো আঁশ বেশি থাকলে আঁশ প্রসেস চলাকালীন সময়ে তা মেশিনের চারপাশে পড়ে থাকে। এই পড়ে থাকা আশগুলোকে ড্রপিং বলে।
সুইপিং ওয়েস্টেজ
ড্রইং ফ্লোরে পড়ে থাকা ওয়েস্টেজ যেগুলোকে অতিরিক্ত শ্রমিক দ্বারা সংগ্রহ তাই হল সুইপিং ওয়েস্টেজ।
নিউমোফিল ওয়েস্টেজ
ড্রয়িং ফ্রম একটি বাক্স থাকে যার নাম নিউ মাহফিল বক্স এই বাক্সে যে অতিরিক্ত ওয়েস্টেজ পাওয়া যায় তাই হল নিউ মুভি ওয়েস্টেজ।
ড্র-ফ্রেমের অপচয়ের এর পরিমাণ
স্লাইভারের ওয়েস্টেজ = ০.২%
রোলার ওয়েস্টেজ = ০.১%
ড্রপিং = ০.৬%
নিউমোফিল ওয়েস্টেজ = ০.৫%