এই পোষ্টের মাধ্যমে আমরা সিভিসি (CVC) ফেব্রিক সম্পর্কেজানতে পারবো।
সিভিসি ফেব্রিক কি
ব্ল্যান্ডেড ইয়ার্ন ধারা তৈরি ফেব্রিকে কটনের পার্সেন্টিজ পলিস্টারের থেকে বেশি হলে তাকে সিভিসি ফেব্রিক বলে।
CVC এর পূর্ণরূপ (Chief Value of Cotton)
উদাহরণ:
৬০/৪০ সিভিসি (CVC) এই কম্পোজিসনের ফেব্রিকে শতকরা ৬০% কটন আর ৪০% পলিস্টার ইয়ার্ন ব্যবহৃত হয়।
১০০% কটন ইয়ার্ন থেকে সিভিসি (CVC) ইয়ার্ন এর দাম কম হওয়ায় এবং ফেব্রিকের স্থায়িত্ব বৃদ্ধির জন্য কটন ইয়ার্ন এর পরিবর্তে সিভিসি ইয়ার্ন অনেক বেশি ব্যবহৃত হয়। যদিও ১০০% কটন ফেব্রিক অনেক আরামদায়ক, কিন্তু অল্প ব্যবহার করলেই অনেক ভাঁজ পড়ে যায়।
সিভিসি (CVC) ফেব্রিককে ডাবল ডাইং করতে হয়, প্রথমে ১৩০° সর্বোচ্চ তাপমাত্রা পলিস্টার পার্ট ডাইং করা হয়, পরবর্তীতে ৭০° সর্বোচ্চ তাপমাত্রা কটন পার্ট ডাইং করা হয়। যদি সিভিসি ফেব্রিককে ডাবল ডাইং করা না হয় তাহলে ফেব্রিকে মার্ল ইফেক্ট আসে। মূলত বায়ারের রিকয়ারমেন্ট অনুযায়ী সিঙ্গেল এবং ডাবল পার্ট ডাইং সিদ্ধান্ত নেওয়া হয়।
খুব ভালো লিখেছেন।
নীট ফেব্রিক নিয়ে পোস্ট করলে ভালো হয়।
ধন্যবাদ
টেক্সটাইলের ক্যামিকেল কিনার জন্য যোগাযোগ করুন মিল্কি ফেব্রিক্সসে।
যোগাযোগ নাম্বার : ০১৮৭২৪২৯২২৮
ধন্যবাদ।