ওয়াশিং কি
সাধারণত ওয়াশিং বলতে পরিষ্কার করাকে বুঝায়।
ওয়াশিং বিভিন্ন ধরনের হয়ে থাকে
- ব্লিচ ওয়াশ
- স্টোন ওয়াশ
- স্নো ওয়াশ
- এনজাইম ওয়াশ
- স্যান্ড ব্লাস্টিং ওয়াশ
- আটারি ওয়াশ
- রিভার ওয়াশ
উপরে উল্লেখিত বিভিন্ন ধরনের ওয়াশিং সম্পর্কে আলোচনা।
ব্লিচ ওয়াশ
ব্লিচ ওয়াশ করার জন্য বাহক হিসেবে এখানে অক্সিডেটিভ ব্লিচিং এজেন্টকে ব্যবহার করা হয়।
ব্লিচিং এজেন্ট যেমন, ব্লিচিং পাউডার (সোডিয়াম ক্লোরো হাইপোক্লোরাইড) ব্যবহার করা যেতে পারে। আরো অনেক ধরনের এজেন্ট রয়েছে,তার মধ্যে অন্যতম হচ্ছে সোডিয়াম বাইকার্বনেট।
স্টোন ওয়াশ
ডেনিম কাপড়ের জন্য সবথেকে বেশি পরিচিত ওয়াশ হচ্ছে স্টোন ওয়াশ। স্টোন ওয়াশ এর জন্য হালকা ওজনের পিউমিচ নামক পাথর দরকার হয়। এই পিউমিচ নামক পাথর ফেব্রিক এর উপরের অংশকে ঘষে তাতে রং এর তারতম্য ঘটায়। পাথর দিয়ে ঘষার ফলে ফেব্রিকের উপরিভাগের ফাইবার ভেঙে যায় এবং ভিতরের ওয়ার্প সূতার সাদা ফাইবার সামনে ভেসে ওঠে।
স্নো ওয়াশ
ফেব্রিক কে পাথরের সাথে ভিজিয়ে রেখে, তাকে ব্লিচিং এজেন্ট এর মাধ্যমে শুষ্ক করে স্নো ওয়াশিং প্রক্রিয়া সম্পন্ন করা হয়। এ ওয়াশিং প্রক্রিয়া স্নো প্যাটার্নের মতই প্রভাব নিয়ে আসে ডেনিম ফেব্রিকের উপর। স্নো ওয়াশিং কাজ হল ফেব্রিকের উপড় থেকে রং গুলো উঠিয়ে ফেলে এবং তুষার কনা জমে গেলে যেমন দেখায় ঠিক ঐরকম রূপ দেওয়া।
এনজাইম ওয়াশ
জৈব অণু দ্বারা এনজাইম সম্পূর্ণ করা হয়। এনজাইম ওয়াশ করলে ফেব্রিক অনেক মসৃণ হয়ে যায়। এনজাইম ওয়াশ এর সাহায্যে ফেব্রিকের উপর পাশে ইস্মুথ এবং সফ্টনেস অনেক বেড়ে যায়।
স্যান্ড ব্লাস্টিং ওয়াশ
স্যান্ড ব্লাস্টিং পদ্ধতিতে ফেব্রিক এর উপর পাশে ব্লাস্টিং করা হয়। একটি বালি জাতীয় পদার্থ (এলুমিনিয়াম অক্সাইড গ্রানুলাস) ব্যবহার করা হয় ব্লাস্টিং করার জন্য। এই বালি জাতীয় পদার্থের ঘর্ষণের ফলে ফেব্রিক এর উপরে করা ইন্ডিগো রং কে মুছে ফেলে।
আটারি ওয়াশ
আটারি জাপানি শব্দ । আটারি বলতে প্যান্টের বিভিন্ন জায়গায় কুঁচকানো অংশ থাকে ওই কুঁচকানো অংশের যেই ঢাল ঢাল জায়গা থাকে তাতে রং বসানো।
আটারি করা হয় এমন অংশগুলো
- হাঁটুর সামনে
- হাঁটুর পিছনে
- সিম লাইনের দুই পাশে
- বেল্ট লুপে
- পকেটের সিম লাইনে
- পিছনের পকেটে ইত্যাদি
রিভার ওয়াশ
পিউমিচ স্টোন ও সেলুলোজ এনজাইমের একসাথে মিলে যে ওয়াশ করা হয় তাকেই রিভার ওয়াশ বলে।
ডেনিম ফেব্রিক কে বহু বছর পুরনো চেহারা দান করে এই রিভার ওয়াশ।
যতক্ষণ পর্যন্ত প্রকৃত পুরনো রুপ ফেব্রিকে না আসবে ততক্ষন পর্যন্ত রিভার ওয়াশ করা হয়।