এই পোষ্টের মাধ্যমে আমরা কাটিং ইনচার্জ দায়িত্ব সম্পর্কে জানতে পারবো।
গার্মেন্ট সেক্টরে একজন কাটিং ইনচার্জ এর দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ। কারণ একজন কাটিং ইনচার্জ এর উপরেই নির্ভর করে ফেব্রিক কাটিং এর পুরো দায়িত্ব।


কাটিং ইনচার্জ এর দায়িত্বগুলো
- মার্কার এ্যাসুরেন্স করা।
- কাটিং সেকশন এর সমস্ত নিয়মকানুন রক্ষা করা।
- কাটিং ম্যানেজারের কাজে সহায়তা করা।
- প্রোডাকশন সিডিউল সম্পর্কে জ্ঞান রাখা।
- মার্চেন্ডাইজিং বিভাগ থেকে দেওয়া অর্ডার এর পরিমান আর কাটিং সেকশনে ফেব্রিকের পরিমাণ ঠিক আছে কিনা তা চেক করা।
- টপ লেভেল মানেজমেন্ট ও মিড লেভেল ম্যানেজমেন্টের মধ্যে ভালো সম্পর্ক স্থাপন করা।
- টপ লেভেল ম্যানেজমেন্টকে সব ধরনের রিপোর্ট প্রদান করা।
- সুইং সেকশনের প্রতিনিয়ত কাজ চলমান রাখার ব্যবস্থা করা।
- নিজের অধীনস্থ কর্মচারীদের নিয়মিত প্রশিক্ষণ দেওয়া।
- অতিরিক্ত ওয়েস্টেজ যেন না হয় সেদিকে সজাগ দৃষ্টি রাখা।
- যেকোনো ধরনের ক্ষতিতে (ম্যাটারিয়াল, মেশিন ও যন্ত্রপাতি) নিজের দায়িত্ব এড়িয়ে না যাওয়া।
- সাপ্তাহিক সিডিউল সম্পর্কে ম্যানেজার কে জানানো।
- কাটিং এর প্রডাক্টিভিটি নিশ্চিত করা।
গার্মেন্টস ডিফেক্ট সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডায়ার মেশিনের কাজ সম্পর্কে জানতে – ক্লিক করুন।
অল ওভার প্রিন্টিং সম্পর্কে জানতে – ক্লিক করুন।
SMV কি এবং SMV কি কি কাজে ব্যবহৃত হয় জানতে – ক্লিক করুন।
স্যার আমি কোয়ালিটি কন্ট্রোল এর জব করতে চাই।
কোয়ালিটি কন্ট্রোল এর চাকরির জন্য ইন্টারভিউ ফেস করতে হবে।
ইন্টারভিউ তে কি কি প্রশ্ন আসতে পারে তা নিয়ে আলোচনা করলে উপকৃত হইতাম।
cutting a job air jonno ki ki question korte pare????