চক্র হলো কোন কিছু চক্রাকারে ঘূর্ণনকে বোঝায়। ফ্যাশন একটি চক্রের মতই কারণ এটি চক্রাকারের মত ঘুরতে থাকে। যেমন :- কোন একটি পোশাকের ডিজাইনের বিলুপ্তি ঘটে পুনরায় আবার যদি ওই ডিজাইনে প্রচলন শুরু হয় তাকেই ফ্যাশন চক্র বলে।

টেক্সটাইল বাংলা ওয়েবসাইটে, ফ্যাশন নিয়ে আগেও কয়েকটি কনটেন্ট লেখা হয়েছে আপনি চাইলে সেগুলো পড়তে পারেন তাহলে আরো ভাল ভাবে ফ্যাশন চক্রটি বুঝতে পারবেন।
ফ্যাশন অল্প সময়ের জন্য প্রকাশ পায়, কিন্তু কিছু প্রচলিত পোশাক যেমন :- ইউনিফর্ম, ধর্মীয় পোশাক ইত্যাদির পরিবর্তন হয় কিন্তু ধীরে ধীরে।