এই পোস্টে আমরা জিনিং এর ত্রুটি ও প্রতিকার নিয়ে আলোচনা করব।
জিনিং প্রক্রিয়া সম্পন্ন করার পর তুলার আঁশের মধ্যে যে ত্রুটিগুলো পাওয়া যায়
- কাট ফাইবার
- ন্যাপস
- ভাঙ্গা বীজ
কাঠ ফাইবার
ভেজা তুলাকে জিনিং মেশিন দ্বারা জিনিং করার সময় মেশিনের ব্লেড/করাতের আঘাতে কিছু আঁশ কেটে যায়। কেটে যাওয়া আঁশকে কাট ফাইবার বলা হয়।
কারণসমূহ:
- ভিজা বীজতুলা জিনিং করার ফলে।
- ব্লেড/করাতের ঘর্ষণের ফলে।
- জিনিং মেশিনের ব্লেড/করাতের ধার কম বা বেশি হলে।
প্রতিকারসমূহ:
- ভেজা অবস্থায় তুলা জিনিং করা যাবে না। তুলা শুকিয়ে জিনিং করতে হবে।
- ব্লেড/করাত নির্দিষ্ট গতিতে ঘুরাতে হবে।
- ব্লেড/করাতে ধার যথাযথ হতে হবে।
ন্যাপস
নির্দিষ্ট পরিমাণ আদ্রতা না থাকার কারণে জিনিং এর সময় কিছু কিছু আঁশ একত্রে ক্ষুদ্র ক্ষুদ্র গুটি সৃষ্টি করে এটাই ন্যাপস।
কারণসমূহ:
- ভিজা কটন জিনিং করলে।
- পরিষ্কার হওয়ার পূর্বেই আঁশকে সংগ্রহ করলে।
- জিনিং মেশিনের ব্লেড/করাতের দাঁত বাঁকা হয়ে থাকলে।
- প্রয়োজনের তুলনায় অতিরিক্ত মাত্রায় আঁশ জিনিং মেশিনে ডুকালে।
- মাত্রাতিরিক্ত আঁশের দৈর্ঘ্য সমান না হলে।
প্রতিকারসমূহ:
- তুলার আদ্রতার মাত্রা নির্দিষ্ট রাখতে হবে।
- আঁশ পুরোপুরি পরিপক্ব সুষম হবার পর সংগ্রহ করতে হবে।
- জিনিং মেশিনের ব্লেড/করাতের দাঁত ভাঙ্গা/বাঁকা থাকলে তা মেরামত করতে হবে।
- মোটামুটি সমান দৈর্ঘ্যের আঁশ ফিড করতে হবে।
ভাঙ্গা বীজ
জিনিং করার সময় বীজতুলার যে বীজগুলো ভেঙে লিন্টের সাথে মিশে যায় তাকে ভাঙ্গা বীজ বলে।
কারণসমূহ:
- অপরিপক্ক বীজতুলা প্রক্রিয়াজাত করলে।
- জিনিং মেশিনে মাত্রাতিরিক্ত বীজতুলা ফিড করলে।
প্রতিকারসমূহ:
- পরিপক্ক বীজতুলা প্রক্রিয়াজাত করতে হবে।
- জিনিং মেশিনে নিয়ন্ত্রিত অবস্থায় বীজতুলা ফিড করতে হবে।
প্রয়োজনীয় কিছু লিংক।
ইয়ার্ন টুইস্ট | Yarn Twist সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ও থ্রেড এর পার্থক্য জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডাইং কি জানতে – ক্লিক করুন।
কাউন্ট নিয়ে যত কথা এবং এর প্রকারভেদ সম্পর্কে জানতে – ক্লিক করুন।