এই পোষ্টের মাধ্যমে আমরা ইয়ার্ন টুইস্ট সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবো।
ইয়ার্ন টুইস্ট
টুইস্ট অর্থ হচ্ছে পাক দেওয়া। ইয়ার্ন টুইস্ট হলো, সুতার মধ্যে যে ফাইবার সমূহ থাকে তা নির্দিষ্ট নিয়ম অনুসারে ডান থেকে বাম দিকে আর বাম থেকে ডান দিকে মোচড়ানো থাকে, তাকে পাক বা টুইস্ট বলা হয়।
টুইষ্টের উদ্দেশ্য

- সুতার মধ্যে থাকা ফাইবারগুলো একে অপরের সাথে শক্ত ভাবে জড়িয়ে থাকার জন্য টুইস্ট প্রদান করা হয়।
- সুতার শক্তি বৃদ্ধি করার জন্য
- সুতায় টুইস্ট দেওয়ার ফলে সুতা দৃঢ় হয়
- সুতার চাকচিক্যতা বৃদ্ধি করার জন্য
- আলাদা আলাদা আলাদা আঁশগুলো একসাথে পাক/ দিয়ে সুতার শক্তিতে রূপান্তরিত করার জন্য
- সুতা তৈরি করার সময় সুতা যেন না ছিড়ে তার জন্য টুইস্ট দেওয়া হয়।
টুইস্ট নির্বাচনে বিবেচ্য বিষয়গুলো
- ফাইবারের স্টেপল লেন্থ
- সুতার শক্তি
- সুতার কাউন্ট
- সুতার ধরন
ইয়ার্ন টুইস্টের প্রকারভেদ
ইয়ার্ন টুইস্ট দুই প্রকার
- এস টুইস্ট (S Twist)
- জেড টুইস্ট (Z Twist)
এস টুইস্ট (S Twist)
এস টুইস্ট (S Twist) এর ক্ষেত্রে ফাইবার গুলোর প্যাচ বাম দিকে অর্থাৎ ঘড়ির কাঁটা যেদিকে করে তার বিপরীত দিকে বাঁক নেয়, তাই হল
সহজ করে বলতে গেলে, এস টুইস্ট ইংরেজি S অক্ষরের মতো ভাগক নেয়।
জেড টুইস্ট (Z Twist)
জেড টুইস্ট (Z Twist) এর ক্ষেত্রে ফাইবারগুলো ডানদিকে অর্থাৎ ঘড়ির কাঁটার দিকে ঘুরে সেদিকে ভাগ্ন নেয়, তাই হল জেড টুইস্ট।
সহজ করে বলতে গেলে, জেড টুইস্ট ইংরেজি Z অক্ষরের মতো ভাগ্নে।
প্রয়োজনীয় কিছু লিংক।
ইয়ার্ন ও থ্রেড এর পার্থক্য সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডাইং কি জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ডায়ার মেশিনের কাজ সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ইয়ার্ন ব্যাচিং সম্পর্কে জানতে – ক্লিক করুন।