এই পোস্টের মাধ্যমে আমরা স্পিনিং সম্পর্কে জানতে পারবো।
স্পিনিং বলতে আমরা সবাই তুলা থেকে সুতা প্রস্তুত করাকে বুঝি কিন্তু স্পিনিং শব্দটি ব্যাপক অর্থে ব্যবহৃত হয়। স্পিনিং সিস্টেমের মধ্যে জড়িত রয়েছে প্রাকৃতিক আঁশ, কৃত্তিম আঁশ প্রস্তুতকরণের জন্য স্পিনিং সিস্টেমের ব্যবহৃত হয়।
সহজ এবং সোজা ভাষায় বলতে গেলে, সুতা প্রস্তুতকরণকেই স্পিনিং বলা হয়। স্পিনিংকে বাংলা ভাষায় বয়ন বলা হয়।
প্রাকৃতিক আঁশের ক্ষেত্রে, প্রাকৃতিক ফাইবার কে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে টুইষ্ট করে ব্যবহার উপযোগী পান্তবিহীন নূন্যতম শক্তি সম্পন্ন সুতা প্রস্তুত করা হয়।
কৃত্রিম আঁশের ক্ষেত্রে, কৃত্রিম ফাইবার ঘন জেলির মতো থাকে এই জেলিকে অধিক চাপে খুব সূক্ষ্ম অসংখ্য ছিদ্রবিশিষ্ট নজেলের মধ্য দিয়ে বের করে ফিলামেন্ট আকারে সুতা তৈরি করা হয়।
আরো দেখুন :-
- সিঙ্গেল জার্সি ফেব্রিক চেনার উপায়
- ফিলামেন্ট স্পিনিং | Fillament Spinning
- ছাদবাগানে গাছ লাগানো
- নিটিং হেল্পারের কাজ কি
- নিটিং ইন্টারভিউর প্রশ্ন – ২
স্পিনিং এর একটি ভিডিও দেখে নিন বুঝতে সুবিধা হবে :-