রিং স্পিনিং | Ring Spinning

এই পোস্টের মাধ্যমে আমরা রিং স্পিনিং সম্পর্কে আলোচনা করব।

আমরা যারা টেক্সটাইলের স্পিনিং সেকশনে ঢুকেছি তারা তো অবশ্যই রিং স্পিনিং কি তা জানি। কিন্তু যারা এখনো টেক্সটাইলে নতুন পড়াশোনা করছে তারা তো রিং স্পিনিং সম্পর্কে কিছুই জানিনা মূলত তাদের জন্য এই পোস্ট ভিডিও এবং রিং স্পিনিং এর কিছু ছবিসহ পোস্টটি দেখুন পরে ভাল লাগবে কিছু শিখতে পারবেন।

রিং স্পিনিং

রিং স্পিনিং এর ফ্রেমের দুই পাশে সমান সংখ্যক ৪০০ – ১০০০ টি স্পিন্ডল বসানো থাকে। মেশিনের মাঝখানে অবস্থিত একটি গোলাকার ড্রামের ফিতার সাহায্যে দুই-সারি স্পিন্ডলকে দ্রুত গতিতে চালানো হয়ে থাকে। ড্রামটি মটরের সাহায্যে চালানো হয়। স্পিন্ডলের উপরে বসানো থাকে ববিন। স্পিন্ডলের চতুর্দিকে ঘিরে রয়েছে ইস্পাতের তৈরি গোলাকার রিং যার উপরে ইংরেজি অক্ষরের (C) আকারের ইস্পাতের ট্রাভেলার বসানো থাকে।

রিং স্পিনিং এর ভিডিও :- 


রিং স্পিলিং এর কিছু ছবি :- 

পূর্বে আমরা স্পিনিং সম্পর্কে অনেক পোস্ট করেছি চাইলে পড়তে পারেন।

আরো দেখুন :- 


পোস্টটি পড়ার জন্য অসংখ্য ধন্যবাদ

আরো ভালো ভালো পোস্ট পেতে টেক্সটাইল বাংলার সাথেই থাকুন।

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742