এই পোষ্টের মাধ্যমে আমরা মনোফিলামেন্ট ও মাল্টিফিলামেন্ট সম্পর্কে জানতে পারবো।
ফিলামেন্ট (Filament)
আমরা জানি, ফিলামেন্ট দুই প্রকার
- মনোফিলামেন্ট
- মাল্টিফিলামেন্ট
মনোফিলামেন্ট (Monofilament)

একটি ফিলামেন্ট দ্বারা যে সুতা প্রস্তুত করা হয় তাকে মনোফিলামেন্ট বলে।
মনোফিলামেন্ট সুতায় কোন প্রকার টুইস্ট প্রদান করা হয় না। টুইস্ট প্রদান না করেও এ সমস্ত সুতার স্ট্রেংথ খুব ভালো পাওয়া যায়। মনোফিলামেন্ট সুতা গঠিত হয় সিঙ্গেল ফিলামেন্ট দ্বারা। মনোফিলামেন্ট এর ডায়ামিটার সাধারণত ১০০-২০০০ বা ১০০ মাইক্রোমিটার – ২ মিমি। মনোফিলামেন্ট টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মাল্টিফিলামেন্ট এর তুলনায় কম ব্যবহৃত হয়।
মনোফিলামেন্ট এর ব্যবহার
মনোফিলামেন্ট স্পেশালি ব্যবহার করা হয় কাপড় তৈরিতে কোন বিশেষ উদ্দেশ্যে, যেমন পলিমার মনোফিলামেন্ট কাপড় ব্যবহার করা হয় ফিল্ট্রারেশন এর জন্য। মেটাল ওয়্যার ফেব্রিক ব্যবহার করা হয় আর্কিটেকচার ডেকোরেশনের জন্য।
মাল্টিফিলামেন্ট (Multifilament)

একাধিক ফিলামেন্টকে একত্রিত করে পাক বা টুইস্ট দিয়ে সুতা তৈরি উপযোগী হলে তাকে মাল্টিফিলামেন্ট বলে।
সাধারণত মাল্টি মানে অনেক, তাহলে বোঝাই যাচ্ছে এখানে ফিলামেন্ট একাধিক থাকবে, এবং একটির সঙ্গে অপরটির একত্রে টুইস্টেড হবে। এ সমস্ত সুতা টেকসইও হয়। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে মাল্টিফিলামেন্ট-ই সবথেকে বেশি ব্যবহৃত হয়। এছাড়াও ফানিশিং ইন্ডাস্ট্রিতেও ব্যবহৃত হয়।
মাল্টিফিলামেন্টের ব্যবহার

মাল্টিফিলামেন্ট সাধারণত নীটিং, উইভিং ইত্যাদি বিভিন্ন প্রক্রিয়ার জন্য ব্যবহার করা হয়।
সম্পর্কে জানতে – ক্লিক করুন।