এই পোষ্টের মাধ্যমে আমরা ব্লিচিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা নিতে পারবো।
ব্লিচিং
ফেব্রিক এর মধ্যে উপস্থিত রং জাতীয় পদার্থ অথবা ন্যাচারাল রং (Natural Colour) দূর করে ফেব্রিককে ধবধবে সাদা করা হয় ব্লিচিং প্রক্রিয়ার মাধ্যমে। সহজ করে বলতে গেলে, কাপড়ের মধ্যে যে রং জাতীয় পদার্থ থাকে তা দূর করে পরবর্তী প্রক্রিয়ার জন্য কাপড় কে উপযোগী করে তোলা হয় তাই হল ব্লিচিং প্রক্রিয়া।
তাছাড়াও ফেব্রিকের গ্রে ভাব দূর করে ফেব্রিকের রং সাদা করা হয় যাতে করে খুব সহজেই অন্য কোন ডাই ব্যবহার করে ফেব্রিক কে রঞ্জিত করা যায়। তবে খুব সতর্কতার সাথে ব্লিচিং করতে হবে, যাতে করে অতিরিক্ত ব্রিচিং না হয়ে যায়। অতিরিক্ত ব্রিচিং ফেব্রিকের সেলুলোজ ভেঙে দেয় মানে ফেব্রিককে নষ্ট করে দেয়।
ব্লিচিং এর উদ্দেশ্য (Purpose of Bleaching)
- ফেব্রিককে ধবধবে সাদা করা।
- ফেব্রিক থেকে প্রাকৃতিক রং/নিজস্ব রং জাতীয় পদার্থ দূর করার জন্য।
- ফেব্রিকের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করার জন্য।
- ব্লিচিং এর পরবর্তী প্রক্রিয়া যেমন – ডাইং, প্রিন্টিং, ফিনিশিং এই প্রক্রিয়াগুলো জন্য ফেব্রিককে উপযোগী করে তোলা।
- মোম, বাটিক ইত্যাদি ডিজাইন ফেব্রিকে ফুটিয়ে তোলার পূর্বে ব্লিচিং করা হয়।
ব্লিচিং এর প্রকারভেদ (Types of Bleaching)
ব্লিচিং দুই প্রকার
- হ্যান্ড ব্লিচিং (Hand Bleaching)
- মেশিন ব্লিচিং (Machine Bleaching)
হ্যান্ড ব্লিচিং (Hand Bleaching)
হ্যান্ড ব্লিচিং করা খুবই সহজ। কোন প্রকার মেশিনের সাহায্য ছাড়া শুধুমাত্র হাতের সাহায্যে যে ব্লিচিং প্রক্রিয়া করা হয় তাকে হ্যান্ড ব্লিচিং বলা হয়। হ্যান্ড ব্লিচিং প্রক্রিয়া সাধারনত বাড়িতে বা কুটিরশিল্পে করা হয়। হ্যান্ড ব্লিচিং প্রক্রিয়ার মধ্যে অল্প সুতা বা কাপড় ব্লিচিং করা যায়। মেশিন ব্লিচিং এর তুলনায় হ্যান্ড ব্লিচিং কম নিখুঁত হয়। হ্যান্ড ব্লিচিং এর জন্য সাধারনত ব্লিচিং পাউডার ও হাইড্রোজেন পারঅক্সাইড বেশি ব্যবহৃত হয়।
মেশিন ব্লিচিং (Machine Bleaching)
মেশিন ব্লিচিং এর সম্পূর্ণ কাজ মেশিন দ্বারা করা হয়, শুধু মেশিন অপারেটর আর জন্য একজন অপারেটর প্রয়োজন হয়। হ্যান্ড ব্লিচিং এর তুলনায় মেশিন ব্লিচিং বেশি নিখুঁত হয়। একসাথে অনেক ফেব্রিক/ইয়ার্ন ব্লিচিং করা যায়।
প্রয়োজনীয় কিছু লিংক
টাই-ডাই সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ডীপ ডাইং কী? ডীপ ডাইং কীভাবে করে জানতে – ক্লিক করুন।
ডাইং এবং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যাল এর নাম এবং কাজ সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ফেব্রিকের লেয়ার তৈরি করার শর্তাবলী জানতে – ক্লিক করুন।
Goodd post for students
Tnq Sir..
Textile Banglar Shate Ie Thakon….
Goodd post for students
tnq sir…
Textile Banglar Shate ie Thakon…
Wow it’s good platform to Learn textil basic,Textile Engineering students and textile Engineers.
ধন্যবাদ আপনাকে।