ওয়েট প্রসেসিং নিয়ে এর আগেও আমাদের টেক্সটাইল বাংলা ওয়েবসাইটে বিভিন্ন আলোচনা হয়েছে। আপনারা চাইলে সার্চ অপশনে গিয়ে ওয়েট প্রসেসিং লিখে পোস্ট গুলো দেখতে পারেন।
বইয়ের ভাষায়, ওয়েট শব্দের অর্থ ভেজা এবং প্রসেস শব্দের অর্থ প্রক্রিয়া ওয়েট প্রসেস শব্দের অর্থ হলো ভেজা প্রক্রিয়া এর মানে হচ্ছে টেক্সটাইল দ্রব্য কে পানির সাহায্যে ভিজিয়ে যে প্রক্রিয়া সম্পন্ন করা হয় তাকেই ওয়েট প্রসেসিং বোঝায়।
কাপড় যখন তৈরি করা হয় তখন কাপড় গ্রে অবস্থায় থাকে এই কাপড়কে ব্যবহার উপযোগী করার জন্য ওয়েট প্রসেসিং প্রক্রিয়ার প্রয়োজন হয়।
ওয়েট প্রসেসিং প্রক্রিয়া সম্পন্ন করার জন্য বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করা হয়। বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে গ্রে কাপড়কে ফিনিশড কাপড়ে পরিণত করা হয়।
ওয়েট প্রসেসিং সম্পর্কে বিস্তারিত Youtube ভিডিও
গ্রে কাপড় সাধারণত ব্যবহারযোগ্য হয় না। তাই এই কাপড়কে ব্যবহার অথবা ব্যবহারযোগ্য বাজারজাত করার জন্য ওয়েট প্রসেসিং করানো হয়। এখানে ওয়েট প্রসেসিং বলতে ডাইং, প্রিন্টিং, ফিনিশিং কে বোঝানো হয়েছে। তাই এখানে প্রতিটি প্রসেসি খুবই গুরুত্বপূর্ণ যা অত্যন্ত দক্ষ ও সতর্কতার সাথে সম্পন্ন করা হয়।
উদাহরণস্বরূপ, ধরেন ডিসাইজিং প্রক্রিয়া সঠিকভাবে সম্পন্ন হয় নাই তাহলে পরবর্তী যে প্রসেস স্কাওয়ারিং এবং ব্লিচিং প্রক্রিয়াও ক্ষতিগ্রস্ত হবে। তাই প্রতিটি প্রসেস খুবই গুরুত্বপূর্ণ এবং সতর্কতার সাথে সম্পন্ন করতে হয়।
তাহলে আমরা ওয়েট প্রসেসিং মানে কি বুঝলাম?
টেক্সটাইল দ্রব্য সামগ্রী অর্থাৎ সুতা, ফেব্রিক ইত্যাদির উপর বিভিন্ন রাসায়নিক পদার্থ দিয়ে ওয়েট প্রসেসিং কার্য যেমন ডিসাইজিং, স্কাওয়ারিং, ব্লিচিং, মার্চেরাইজিং, ডাইং, প্রিন্টিং এবং ফিনিশিং ইত্যাদি বাস্তবায়ন করার জন্য পানির সাহায্যে টেক্সটাইল দ্রব্য কে প্রস্তুত করা হয়। এজন্য এই বিষয়টাকে ওয়েট প্রসেসিং বলা হয়।
উপরে যেই প্রক্রিয়াগুলোর কথা বললাম যেমন, স্কাওয়ারিং, ব্লিচিং, ডিসাইজিং, প্রিন্টিং, ডাইং ইত্যাদি প্রসেস গুলো করার জন্য রাসায়নিক পদার্থের মাত্রা তাপমাত্রা পানির পিএইচ এই সমস্ত জিনিসের উপর ভালোভাবে নজরদারি করতে হয় তাই এই প্রসেসগুলো করার জন্য অত্যন্ত সুক্ষদর্শী প্রকৌশলীদের প্রয়োজন।
আশা করি ওয়েট প্রসেসিং কি সম্পূর্ণ ভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন।
খুব ভাল হয়েছে।
নিটিং সম্পর্কে জানতে চাই
আমি এপ্রিটন এর বিষয়ে জানতে চায়