শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
এই পোষ্টের মাধ্যমে আমরা টেক্সটাইল ডাইং এর কাজ সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
ডাইং এমন একটি পদ্ধতি যার মাধ্যমে টেক্সটাইল দ্রব্যসমূহ মানে সুতা, কাপড় ইত্যাদি রং করা হয়। এই ডাইং কার্য সাধারণত রং এবং রাসায়নিক পদার্থের সাহায্যে করা হয়।
ডাইং করার ফলে রং কাপড়ের সাথে মিশ্রিত হয়ে কাপড় কাঙ্ক্ষিত রং ধারণ করে। কাপড়ের সাথে রংয়ের যে বন্ধন এটা দুর্বল হবে নাকি শক্তিশালী হবে এটা সম্পূর্ণ নির্ভর করে ডাইং প্রসেসের উপর। PH, সময়, তাপমাত্রা কেমিক্যাল এর পরিমাণ ইত্যাদির ওপর নির্ভর করে।
তাহলে এই পোস্টটি পড়ে আমরা বুঝতে পারলাম ডাইং এর কাজ হল কাপড়কে রং করা। কাপড় কে এমন ভাবে রং করা যাতে করে কাপড় এবং রঙের বন্ধন ভালো থাকে।
ডাইং করার সময় দুই ধরনের রং ব্যবহার করা হয়
১. প্রাকৃতিক রং
২. কৃত্রিম রং
টেক্সটাইল ডাইং এর কাজ কি এর ভিডিও ( ইউটিউব )
আশা করি আপনারা সবাই টেক্সটাইল ডাইং এর কাজ কি ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোন অসুবিধা হয় তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন ধন্যবাদ।
ধন্যবাদ