শুধু পোষ্ট ভিউ করে আজ থেকেই ইনকাম শুরু করুন। ক্লিক করে জেনে নিন।
এই পোষ্টের মাধ্যমে আমরা জানতে পারবো ওয়েট প্রসেসিং কাকে বলে।
ওয়েট প্রসেসিং কি এই নিয়ে আমাদের ওয়েবসাইটে আরও কিছু কনটেন্ট রয়েছে চাইলে সার্চ অপশনে গিয়ে সার্চ করে দেখতে পারেন।
ওয়েট প্রসেসিং কাকে বলে?
বইয়ে ভাষায় বলতে গেলে ওয়েট অর্থ ভেজা আর প্রসেসিং শব্দের অর্থ প্রক্রিয়া তাহলে দুটো মিলিয়ে দাঁড়ালো ভেজা প্রক্রিয়া।
উইভিং থেকে যে কাপড় বেরিয়ে আসে অথবা টেক্সটাইল পণ্যের উপর পানি এবং রাসায়নিক পদার্থ দ্বারা পর্যায়ক্রমে প্রি ট্রিটমেন্ট, ডাইং, প্রিন্টিং, ফিনিশিং এর মতো গুরুত্বপূর্ণ ধাপ ওয়েট প্রসেসিং এর মধ্যে রয়েছে।
ওয়েট প্রসেসিং উপাদান হলো পানি এবং রাসায়নিক পদার্থ। ওয়েট প্রসেসিং করার জন্য প্রচুর পরিমাণে পানি প্রয়োজন হয়ে থাকে। ওয়েট প্রসেসিং করার জন্য যে পানি ব্যবহার করা হয় তার পিএইচ, রং, খরতা ইত্যাদি আগে ওয়েট প্রসেসিং করার জন্য উপযোগী করে নেওয়া হয়। তারপর এই পানি দ্বারা ওয়েট প্রসেসিং প্রক্রিয়া শুরু করা হয়।
ওয়েট প্রসেসিং এর ধাপগুলো
- প্রি ট্রিটমেন্ট
- ডাইং
- প্রিন্টিং
- ফিনিশিং
প্রতিটি ধাপ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা যাক
প্রি ট্রিটমেন্ট
কাপড় অথবা সুতা ডাই, প্রিন্টিং এবং ফিনিশিং করার পূর্বে প্রি ট্রিটমেন্ট করতে হয় যাতে করে সুতা বা কাপড় ডাইং প্রিন্টিং এবং ফিনিশিং করার জন্য উপযোগী হয়।
প্রি ট্রিটমেন্টের ধাপগুলো
- সিনজিং
- ডিসাইজিং
- স্কাওয়ারিং
- ব্লিচিং
- মার্চেরাইজিং
ডাইং
ডাইং একটি প্রসেসের নাম ডাইং প্রসেসের মধ্যে কাপড় বা সুতাকে রং করা হয়।
ওয়েট প্রসেসিং কাকে বলে Youtube Video
প্রিন্টিং
প্রিন্টিং টেক্সটাইল এর মধ্যে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রসেস। প্রিন্টিং প্রসেসের মাধ্যমে কাপড়ের মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্ট করা হয়।
যেমন :-
- স্কিন প্রিন্ট
- এমবস প্রিন্ট
- সাবলিমেশন প্রিন্ট ইত্যাদি।
ফিনিশিং
ফিনিশিং খুবই গুরুত্বপূর্ণ। কাপড়টি গার্মেন্টসে যাওয়ার আগের প্রসেস হচ্ছে ফিনিশিং। ফিনিশিং দ্বারা কাপড়টিকে পড়ার উপযুক্ত করে তোলা হয়।
যেমন :-
- স্টেটারিং
- ক্যালেন্ডারিং
- ওয়াটার প্রুফিং
- ফায়ার প্রুফিং
- সানফোরাইজিং ইত্যাদি।
পোস্টটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।