ডিটারজেন্ট : ফেব্রিকের জন্য এটি ওয়েটিং এজেন্ট অথবা ক্লিনিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়।
সিকুস্টারিং এজেন্ট : পানিতে থাকা মেটাল আয়ন, এবং পানির হার্ডনেস রিমুভ এবং পানিকে সফট করার জন্য ব্যবহার করা হয়।
এনজাইম : ফেব্রিকের গায়ে যে হেয়ারিনেস থাকে তা দূর করতে এবং ফেব্রিক সফট করার জন্য ব্যবহার করা হয়। এনজাইম পিলিং ও দূর করে।
লেভেলিং এজেন্ট : ফেব্রিকের গায়ে যেন কেমিক্যাল এবং ডাইস সমানভাবে লাগে, এজন্য লেভেলিং এজেন্ট ব্যবহার করা হয়।
এসিটিক এসিড : ফেব্রিককে নিউট্রল করতে সাহায্য করে এবং ফেব্রিকের বেসিক কন্ডিশন দূর করে এবং পিএইচ কন্ট্রোল করার ক্ষেত্রে ব্যবহার করা হয়।
এন্ট্রি ফোমিং এজেন্ট : ফেব্রিক ডাইং করার সময় ডাইং মেশিনের ভিতরে জন্য ফোম তৈরি না হয় তার জন্যই এই ক্যামিকেল ব্যবহার করা হয়।
পার-অক্সাইড : ফেব্রিক এর মধ্যে থাকা গ্রে কালার রিমুভ করতে সাহায্য করে।
স্টেবিলাইজার : ফেব্রিক এর উপর পারঅক্সাইডের যে রিএকশন থাকে, ওই রিএকশন কে স্ট্যাবল করার জন্য ব্যবহার করা হয়, এই কেমিক্যাল টি ব্যবহার না করলে, পার অক্সাইড খুব দ্রুত ভেঙে পার হাইড্রোক্সিল আয়ন গুলি শেষ করে ফেলবে।
ওয়েটিং এজেন্ট : ফেব্রিক যে টেনশন থাকে তা দূর করে, এবং ফেব্রিকের ভেজানোর ক্ষমতা বাড়ানোর জন্য ব্যবহার করা হয়।
রিডাকশন এজেন্ট : ফেব্রিকের গায়ে লেগে থাকা অতিরিক্ত ডাইস(রং) দূর করার জন্য এই ক্যামিকেল ব্যবহার করা হয়
সফটনার : ফেব্রিকে সফট করার জন্য সাধারণত সফটনার ব্যবহার করা হয় এবং এটি ফেব্রিক এর হেন্ডফিল এবং সুইটিবিলিটি বাড়াতে সাহায্য করে।

ওয়েল মার্ক : ফেব্রিকের গায়ে লেগে থাকা ওয়েল মার্ক দূর করার জন্য ব্যবহার করা হয় ওয়েল মার্ক।
সোডিয়াম এসিটেট : পলিস্টার ডাইং এর সময় PH যেন স্টেবল থাকে অথবা কন্ট্রোল থাকে তার জন্য ব্যবহার করা হয়। একে বাফারিং এজেন্টও বলে।
এপ্রিটন : এটি ফেব্রিকে হার্ড করে। মূলত ফেব্রিক হার্ড করার জন্য এই কেমিক্যাল ব্যবহার করা হয়।
প্রোটনিক ক্যামিকেল : ফেব্রিকের গায়ে থাকে লাইন মার্ক দূর করতে ব্যবহার করা হয়।
পিভিএ ঘাম : পলি ভিনাইল অ্যালকোহল। এটি একটি পলিমার এটি ফেব্রিকে হার্ড করে।
এলজিনেট গাম : এটি একটি ন্যাচারাল গাম, যা লিকার সলিউশন এর ভিসকোসিটি বাড়ায়।
এন্টিক্রিজিং এজেন্ট : ডাইং এর সময় ফেব্রিকে ভাজ অথবা ক্রিজ পরে তার ফলে সেড আন-ইভেন আসতে পারে। ডাইং এর সময় তা দূর করতে ক্রিজ রিমুভার ব্যবহার করা হয় যেন ক্রিজ না পরে। এটি লুব্রিকেশন টাইপ এর কেমিক্যাল হিসাবে পরিচিত।
সোপিং এজেন্ট : অতিরিক্ত ডাইস (রং) দূর করার জন্য ফেব্রিক ওয়াস করার সময় ব্যবহার করা হয়। এটি একটি লিকুইড সোপ।
লবণ : ফেব্রিকের সারফেস, এবং ডাই-বাথ থেকে ডাইস আনতে সাহায্য করে, চার্জ নিউটন করে।
O.B.A : অপটিক্যাল ব্রাইটেনার, ফেব্রিকের ব্রাইটনেস অথবা হোয়াইটনেস বাড়াতে সাহায্য করে।
ডিস্পারসিং এজেন্ট : পলিস্টার ফেব্রিকের ডাইজ যাতে সমান ভাবে প্রবেশ করে তার জন্য এই ক্যামিকেল ব্যবহার করা হয়। একে পলিস্টার এর লেভেলিং ও বলা হয়।
হাইড্রোজ : ফেব্রিক থেকে ডাইস (কালার) তুলতে ব্যবহার করা স্ট্রিপিং এর সময়। একে রিডিউসিং এজেন্ট বলা হয়।
বায়ো-স্কাওরিং ক্যামিকেল : মাল্টিপারপাস ট্রেটমেন্ট করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়, বিশেষ করে স্কাওরিং, ব্লিচিং, এনজাইম এগুলো একসাথে।
Vai khub valo hoiche
ধন্যবাদ।
tnq sir….
You Most wc.
textile banglar shate thakar jonno tnq.
Sir.apner kutha golu valo lagle
ভাই নিটিং করা কাপড় রং করতে যেমন লাল রং করবো।। তাহলে এতে কি কি কালার ব্যবহার করা হবে??