এই পোষ্টের মাধ্যমে আমরা স্কাওয়ারিং সম্পর্কে কিছু প্রশ্ন এবং উত্তর জানতে পারব।
প্রশ্ন :- স্কাওয়ারিং কি?
উত্তর :- স্কাওয়ারিং এর সাহায্যে টেক্সটাইল দ্রব্য থেকে তেল, চর্বি, মোম অন্যান্য অপদ্রব্য দূর করা হয়।
প্রশ্ন :- অ্যালকালি দ্বারা কত ভাবে স্কাওয়ারিং করা যায়?
উত্তর :- অ্যালকালি দিয়ে তিন ভাবে স্কাওয়ারিং করা যায়:-
- লাইম এসিড সোডা অ্যাশ পদ্ধতি।
- কস্টিক সোডা পদ্ধতি।
- সাবান সোডা অ্যাশ ট্রিটমেন্ট ফর কালার্স গুডস।
প্রশ্ন :- কিয়ারকে গঠন প্রণালি দিক থেকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর :- কিয়ারকে গঠন প্রণালি দিক থেকে দুই ভাগে ভাগ করা যায়।
- ভার্টিক্যাল কিয়ার।
- হরজন্টাল কিয়ার।
প্রশ্ন :- ভার্টিক্যাল কিয়ার কত প্রকার?
উত্তর :- ভার্টিক্যাল কিয়ার দুই প্রকার :-
- খোলা কিয়ার।
- বন্ধ কিয়ার।
প্রশ্ন :- কটন স্কাওয়ারিং করার পদ্ধতি কি কি?
উত্তর :- অ্যালকালি দিয়ে চারভাবে কটন স্কাওয়ারিং করা যায় :-
- কিয়ার বয়লার প্রসেস
- কন্টিনিউয়াস প্রসেস।
- সেমি কন্টিনিউয়াস প্রসেস।
- আধুনিক প্রসেস।
প্রশ্ন :- কার্বনাইজেশন কি?
উত্তর :- উল থেকে উদ্ভিদ ফাইবার বিভিন্ন পদার্থ দূর করা হয় তাকেই কার্বনাইজেশন বলা হয়।
প্রশ্ন :- উল কার্বনাইজেশন কতভাবে করা যায়?
উত্তর :- উল কার্বনাইজেশন ৩ ভাবে করা যায়।
- আদ্র পদ্ধতি।
- কন্টিনিউয়াস পদ্ধতি।
প্রশ্ন :- স্কাওয়ারিং এর উদ্দেশ্য কি?
উত্তর :- স্কাওয়ারিং এর উদ্দেশ্য হল:-
- টেক্সটাইল দ্রব্য থেকে ময়লা অপদ্রব্য দূর করা।
- টেক্সটাইল দ্রব্যের পানি শোষণ ক্ষমতা বৃদ্ধি করা।
- অ্যালকালি সহযোগে কাপড়কে পরিষ্কার করা।
প্রশ্ন :- জে বক্স স্কাওয়ারিং প্রসেস কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর :- জে বক্স স্কাওয়ারিং প্রসেস কে ৪ ভাগে ভাগ করা যায় :-
- জে বক্স।
- প্রি হিটার।
- সম্পৃক্তকারী।
প্রশ্ন :- কিয়ার বয়েলিং এর অসুবিধা গুলো কি কি?
উত্তর :- কিয়ার বয়েলিং এর অসুবিধা গুলো :-
- কাপড় স্কেল ফর্মেশন হতে পারে।
- অতিরিক্ত তাপের কারণে ফাইবার ভেঙে যেতে পারে।
- মিনারেল ওয়াটার দ্রবীভূত হওয়ার সম্ভাবনা থাকে।