আমাদের কাপড়ের বিভিন্ন সময় বিভিন্ন রকম দাগ পরে আমরা অনেক সময় তা তুলতে সক্ষম হই আমার অনেক সময় পুরো প্রক্রিয়াটাই বৃথা যায়। আমাদের পোশাকে অনেক রকম দাগই পরে যেমন ছাত্র-ছাত্রীদের কাপড়ে কালির দাগ যারা ওয়ার্কশপ এ কাজ করেন তাদের কাপড়ে গ্রিজ কালি তেলের দাগ পড়ে থাকে। এই সমস্ত দাগ গুলো সাধারনত ডিটারজেন্ট দিয়ে দেওয়ার পরেও উঠে না। যদি কোন কাপড়ের দাগ ডিটারজেন্ট দিয়ে ধোয়ার পরে ওরা উঠে তাহলে তাতে কেমিক্যাল ব্যবহার করতে হবে।
কলমের কালি

আমরা যারা পড়াশোনা করি তাদের কাপড়ের প্রায় সময়ই কলমের কালির দাগ পরে। এই কলমের কালির দাগ সাধারণ ডিটারজেন্ট ব্যবহারের ফলে উঠে না। তাই কাপড়ে কেমিক্যাল ব্যবহার করতে হবে। কাপড়ে কলমের কালির দাগ পরলে অক্সালিক এসিড দ্রবণ দাগ যুক্ত সার ব্যবহার করলে খুব সহজেই কাপড় থেকে কলমের কালির দাগ উঠানো যাবে।
সতর্কতাঃ কেমিক্যাল লাগানোর আগে আপনি ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন।
ক্ষার বা অ্যালকালি দাগ

যারা কেমিক্যালস কোম্পানিতে অথবা কোন কোম্পানির কেমিক্যাল স্টোরে কাজ করেন তাদের ব্যবহৃত কাপড়ে প্রায়ই হারবাল কালির দাগ পরে। কার বাল কালির দাগ সাধারণ ডিটারজেন্ট দ্বারা ধৌত করলে উঠে না। অ্যাসিটিক এসিড কাপড়ের দাগ যুক্ত স্থানের প্রয়োগ করলে হারবাল কালির দাগ উঠে যাবে।
যদি আপনার কাপড়ে গ্রিজ, পোড়া তৈল, মবিল ইত্যাদি পরে তাহলে আপনি প্রথমে কাপড়টিকে থেকে ভালোভাবে ব্লিচিং পাউডার দিয়ে ধৌত করবেন যদি দেখেন যে দাগ উঠে নাই তাহলে আপনি বেন্জিন, বেঞ্জল নামক রাসায়নিক পদার্থ দ্বারা দাগযুক্ত স্থানে লাগালেই দাগ সহজে উঠে যাবে।
সতর্কতাঃ কেমিক্যাল লাগানোর আগে আপনি ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন।
সাধারণ দাগ

সাধারণ দাগ বলতে : ঘাসের দাগ, কাদা, রক্তের দাগ, চা-কফি ইত্যাদি এই সমস্ত দাগ কাপড়ে লাগলে সাধারণ ডিটারজেন্ট ব্যবহারের ফলেই দাগগুলো উঠে যায়। যদি সাধারন কোন দাগ ডিটারজেন্ট ব্যবহারের ফলে না উঠে তাহলে গরম পানিতে ডিটারজেন্ট ব্যবহার করে কাপড় ধৌত করতে হবে। তাহলে সাধারন দাগ খুব সহজেই উঠে যাবে।
সতর্কতাঃ কেমিক্যাল লাগানোর আগে আপনি ভালো মানের হ্যান্ড গ্লাভস ব্যবহার করবেন।