প্রিন্টিং কেমিক্যাল এর ব্যবহার (Printing Chemical)

এই পোস্টের মাধ্যমে আমরা প্রিন্টিং কেমিক্যালের ব্যবহার সম্পর্কে যা জানতে পারবো।

প্রিন্টিং কেমিক্যাল (Printing Chemical)

  • এলমনিয়াম সালফাইট (Aluminium Sulfate)
  • এমোনিয়া লিকুইড (Ammonia liquid)
  • গ্লিসারিন (Glycerin)
  • মেটালিক বাইন্ডারএলজিনেট ঘাম (Metallic binder alginate gum)
  • গুয়ার গাম (Guar gum)
  • ডিসচার্জ এজেন্ট (Discharge agent)
  • টাইটেনিয়াম ডাইঅক্সাইড (Titanium dioxide)
  • ইউরিয়া (Urea)
  • ফটো ইমালশন (Photo emulsion)
  • সোডিয়াম বাইকার্বোনেট (Sodium bicarbonate)
  • থিকেনার (Thickner)
  • PVA গাম (PVA gum)
  • হোয়াইট ইংক (White Inc.)

টাই-ডাই সম্পর্কে জানতে – ক্লিক করুন

এলমনিয়াম সালফাইট (Aluminium Sulfate)

এলুমিনিয়াম সালফেট বার্ন আউট ক্যামিকেল হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে।

এমোনিয়া লিকুইড (Ammonia Liquid)

এমোনিয়া লিকুইড পেস্টকে জমাট বাঁধা থেকে বিরত রাখে এবং পেস্টিকে পিচ্ছিল রাখে।

পকেট স্যাম্পল সম্পর্কে জানতে – ক্লিক করুন

গ্লিসারিন (Glycerin)

গ্লিসারিন দ্রবনের আদ্রর্তা কে ধরে রাখতে সাহায্য করে, বিশেষ করে হোয়াইট CN ব্যাবহার করা হলে অথবা রেডিমেট কালার ব্যাবহার করা হলে গ্লিসারিন ব্যাবহার হয়ে থাকে।

মেটালিক বাইন্ডারএলজিনেট ঘাম (Metallic Binder Alginate Gum)

মেটালিক বাইন্ডার এলজিনেট ঘাম মেটালিক ডাই যেমন আফসান, ফয়েল প্রিন্টিং এর জন্য ব্যবহার করা হয়ে থাকে।

গুয়ার গাম (Guar Gum)

গুয়ার গাম বার্ন আউট প্রিন্টিং এর পেস্ট বানানোর ক্ষেত্রে  গুয়ার গাম ব্যবহার করা হয়ে থাকে।

ডিসচার্জ এজেন্ট (Discharge Agent)

ডিসচার্জ এজেন্ট ডিসচার্জ প্রিন্টিং এর ক্ষত্রে ডিসচার্জ এজেন্ট হিসেবে ব্যাবহার করা হয়, এটি ফেব্রিকের গ্রাউন্ড কালার রিমুভ করে দেয়।

টাইটেনিয়াম ডাইঅক্সাইড (Titanium Dioxide)

টাইটেনিয়াম ডাইঅক্সাইড প্রিন্টিং স্ক্রিন এবং এনগ্রেভিং এ ব্যাবহার করা হয়ে থাকে।

ইউরিয়া (Urea)

ইউরিয়া ময়েসচার ধরে রাখতে হিউমিডিফায়ার হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে।

ফটো ইমালশন (Photo Emulsion)

ফটো ইমালশন স্ক্রিন এর ডিজাইন করতে ব্যাবহার করা হয়ে থাকে।

সোডিয়াম বাইকার্বোনেট (Sodium Bicarbonate)

সোডিয়াম বাইকার্বোনেট রিয়েক্টিভ প্রিন্টিং এর ক্ষত্রে এলকালি মিডিয়া হিসেবে ব্যাবহার করা হয়ে থাকে।

থিকেনার (Thickner)

থিকেনার ন্যাচারাল সিনথেটিক উভয় রকম থিকেনার পাওয়া যায়। থিকেনার পেস্ট এর  ভিসকোসিটি বাড়াতে সহায়তা করে থাকে।

PVA গাম (PVA Gum)

PVA গাম ওয়াসেবল গাম, এটি ব্লাংকেট এর জন্য ব্যাবহার করা হয়ে থাকে।

হোয়াইট ইংক (White Inc.)

হোয়াইট ইংক হোয়াইট কালার করার জন্য ব্যাবহার করা হয়ে থাকে। হোয়াইট ইংক রেডিমেড কালার। যেমন White CN।

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742

One comment

Comments are closed.