এই পোষ্টের মাধ্যমে আমরা পকেট স্যাম্পল সম্পর্কে জানতে পারবো।
পকেট স্যাম্পল (Pocket Sample)
- ওভেন ফেব্রিক ফিনিশিং করার পরে, ফেব্রিক থেকে এক টুকরো ফেব্রিক কেটে তা বায়ার কর্তিক প্রদত্ত স্যাম্পল এর সাথে মিলিয়ে দেখা হয়। ওই টুকরো ফেব্রিককেই পকেট স্যাম্পল বলা হয়।
- ফেব্রিকের মাঝখান থেকে কাটতে হয় পকেট স্যাম্পল।
- ফিনিশ প্যারামিটার ঠিক করা হয় পকেট স্যাম্পল দেখে।
- পকেট স্যাম্পল এর ফেব্রিক কাটতে হবে পর পর দুই রোল ফেব্রিকের জয়েন থেকে।
- ফেব্রিক পিচ হলে পিচ করা দেখে পকেট স্যাম্পল কাটা লাগে, কারন দুই রোলের জয়েনিং সেলাই এর একমিটারে পিচ কম থাকে তাই কিছুটা উপরে পিচ দেখে কাটতে হয়।
very good sir.