পকেট স্যাম্পল কি (What is Pocket Sample)

এই পোষ্টের মাধ্যমে আমরা পকেট স্যাম্পল সম্পর্কে জানতে পারবো।

পকেট স্যাম্পল (Pocket Sample)

  • ওভেন ফেব্রিক ফিনিশিং করার পরে, ফেব্রিক থেকে এক টুকরো ফেব্রিক কেটে তা বায়ার কর্তিক প্রদত্ত স্যাম্পল এর সাথে মিলিয়ে দেখা হয়। ওই টুকরো ফেব্রিককেই পকেট স্যাম্পল বলা হয়।
  •  ফেব্রিকের মাঝখান থেকে কাটতে হয় পকেট স্যাম্পল।
  • ফিনিশ প্যারামিটার ঠিক করা হয় পকেট স্যাম্পল দেখে।
  • পকেট স্যাম্পল এর ফেব্রিক কাটতে হবে পর পর দুই রোল ফেব্রিকের জয়েন থেকে।
  •  ফেব্রিক পিচ হলে পিচ করা দেখে পকেট স্যাম্পল কাটা লাগে, কারন দুই রোলের জয়েনিং সেলাই এর একমিটারে পিচ কম থাকে তাই কিছুটা উপরে পিচ দেখে কাটতে হয়।

ডাইং এর ত্রুটি ও প্রতিকার

ক্রিজ মার্ক কি এবং ক্রিজ মার্কের টেকনিক্যাল বিবরণ

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742

One comment

Comments are closed.