এই পোষ্টের মাধ্যমে আমরা ডাইং এর ত্রুটি ও প্রতিকার নিয়ে আলোচনা করব।
ডাইং এর ত্রুটিগুলো
- আনইভেন স্পট (Uneven Spot)
- ডাই স্পট (Dye Spot)
- পিলিং স্পট (Pilling Spot)
- সোডা স্পট (Soda Spot)
- স্টেন্থ লেস (Strength less)
- কালার বিলিডিং (Colour Bleeding)
আনইভেন স্পট (Uneven Spot)
সাধারনত ফেব্রিক ডাইং এ দেওয়ার পূর্বে প্রি-ট্রিটমেন্ট না করা হলে এই সমস্যা হয়ে থাকে।
কারণ
- আনইভেন প্রি-ট্রিটমেন্ট
- ইম্প্রোপার কালার
প্রতিকার
- প্রি-ট্রিটমেন্ট করতে হবে।
- প্রপার কালার ডজিং করলেই সমস্যার প্রতিকার করা সম্ভব।
ডাই স্পট (Dye Spot)
কারণ
- পানিতে রং এর পরিমাণ ঠিক না থাকলে।
- ভুল টেম্পারেচারের কারণে ডাই স্পট দেখা দেয়।
প্রতিকার
- পানিতে রং এর পরিমান ঠিক রাখতে হবে।
- ডাইং টেম্পারেচার সঠিক থাকতে হবে।
পিলিং স্পট (Pilling Spot)
সাধারনত অপারেটরের অসতর্কতার ফলে এই পাইলিং স্পট হয়ে থাকে
কারণ
- হাই মেকানিজম স্টেন্থ
- ডাইং মেশিনের ভিতরে ফেব্রিকের ঘূর্ণনের গতি বেশি হলে।
প্রতিকার
- অপারেটরকে সচেতনভাবে মেশিন অপারেট করতে হবে।
সোডা স্পট (Soda Spot)
এই সোডা স্পট ও অপারেটরের অসতর্কতার ফলে হয়ে থাকে।
কারণ
- সোডার ডোজ ইমপ্রপার হলে এই সমস্যা হয়ে থাকে।
প্রতিকার
- প্রপার ওয়েতে সোডা ডোজ করতে হবে।
স্টেন্থ লেস (Strength less)
কারণ
- এনজাইমের পরিমান বেশি হয়ে গেলে।
- এনজাইমের দ্রবণ সঠিকভাবে মিশ্রিত না হলে।
প্রতিকার
- এনজাইমের পরিমাণ সঠিক দিতে হবে।
- এনজাইম দ্রবন সঠিকভাবে মিশ্রণ করতে হবে।
ফিনিশিং ফল্টগুলো সম্পর্কে জানতে –ক্লিক করুন।
নিটিং এর ত্রুটি এবং প্রতিকার সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ফেব্রিক কি এবং ফেব্রিকের প্রকারভেদ সম্পর্কে জানতে – ক্লিক করুন।
টাই-ডাই সম্পর্কে জানতে – ক্লিক করুন।
স্টুডেন্টদের জন্য khub valo….
tnq sir….