এই পোষ্টের মাধ্যমে আমরা, ফেব্রিক কি এবং ফেব্রিক কত প্রকার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।

ফেব্রিক কি
আঁশকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে সুতার তৈরি করা হয়। সুতাকে বয়ন প্রক্রিয়ার মাধ্যমে টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনী দিয়ে, লুপের সাহায্য এবং আঁশকে জমাট বাঁধিয়ে ফেব্রিক উৎপন্ন করা হয়।
ফেব্রিক কত প্রকার –
ফেব্রিককে তিন ভাগে ভাগ করা হয়
- নীটেড ফেব্রিক।
- বয়ন ফেব্রিক।
- নন-ওভেন ফেব্রিক।
নীটেড ফেব্রিক
নিডেলের সাহায্যে ইয়ার্ন (সুতা) দ্বারা লুপ তৈরি করে লুপের ইন্টারমেশিং করার পর যেই ফেব্রিক উৎপন্ন হয় তাই নীটেড ফেব্রিক।
বয়ান ফেব্রিক
টানা ও পড়েন সুতার পরস্পর বন্ধনীর মধ্য দিয়ে যে ফেব্রিক উৎপন্ন করা হয় তাই বয়ন ফেব্রিক।
নন ওভেন ফেব্রিক
টেক্সটাইল ফাইবার (প্লাস্টিক ফিল্ম,ফোমস্তর,ধাতব ফায়েল) ইত্যাদি রাসায়নিক বা যান্ত্রিক বন্ড করে যে ফেব্রিক তৈরি করা হয় তাই হলো নন ওভেন ফেব্রিক।
ডাইং এবং ফিনিশিং এ ব্যবহৃত কেমিক্যাল এর সম্পর্কে জানতে – ক্লিক করুন
নীট ফেব্রিক এবং নীট সুতার বৈশিষ্ট্য সম্পর্কে জানতে – ক্লিক করুন
সিভিসি ফেব্রিক সম্পর্কে জানতে – ক্লিক করুন
We are manufacturer of all kinds of Socks, Covered Rubber Thread and Covered Spandex Yarn.
If any one interested, please contact us.
নিট ফেব্রিক কিনার জন্য।
০১৮৭২৪২৯২২৮ নাম্বারে যোগাযোগ করুন।
মিল্কি ফেব্রিক্স।