ব্লো-রুমের ত্রুটি (Faults of Blow Room)

এই পোষ্টের মাধ্যমে আমরা ব্লো-রুমের ত্রুটি ও প্রতিকার সম্পর্কে জানতে পারবো।

ব্লো-রুমের ত্রুটিসমূহ

  • অসম ল্যাপ (Irregular Lap)
  • নরমাল ল্যাপ (Soft Lap)
  • ব্যারেল শেপ ল্যাপ (Barrel Shaped Lap)
  • কনিক্যাল শেপ ল্যাপ (Conical Shaped Lap)
  • ল্যাপ শীটের এক পাশ থেকে অন্য পাশ মোটা (Lap Sheet Thicker at One Side Then The Other)
  • স্পিলিট ল্যাপ (Spilit Lap)
  • দুর্বল ক্লিনিং দক্ষতা (Poor Cleaning Efficiency)
  • ব্লো-রুম অতিরিক্ত নেপের সৃষ্টি (Excessive Nep Formation in Blowroom)
  • ব্লো-রুম ল্যাপের উচ্চ ওজন ভ্যারিয়েশন (High Variation in B/R Lap Weight)
  • ল্যাপ লিকিং (Lap Licking)
  • খারাপ সেলভেজ (Bad Selvedege)
  • অতিরিক্ত লিন্ট ট্রাশের সঙ্গে দূর হলে (Excessive Lint Loss With Trash)
  • ড্রিফট (Drift)

অসম ল্যাপ (Irregular Lap)

কারণ :

  • আঁশসমূহকে ফিড ল্যাটিসে অসম ফিড করলে।
  • কেইজ, রেগুলেটিং ও সুইং ডোর মেশিনে ত্রুটি থাকলে।
  • মিশ্রণ করার সময় আঁশসমূহের মধ্যে ছোট আঁশ, দুর্বল এবং অপরিপক্ক আঁশ থাকলে।

প্রতিকার:

  • আঁশসমূহ ফিড ল্যাটিসে সুষম ফিডিং নিশ্চিত করা লাগবে।
  • মিশ্রণের মধ্যে যাতে করে ছোট আঁশ, দুর্বল এবং অপরিপক্ক আঁশ না থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
  • কেইজ, রেগুলেটিং ও সুইং ডোর মেশিন সঠিক রাখতে হবে।

নরমাল ল্যাপ (Soft Lap)

কারণ :

  • ক্যালেন্ডার রোলার প্রয়োজনের তুলনায় কম চাপ দিলে।
  • ব্লো-রুমের আপেক্ষিক আদ্রতার পরিমাণ কম হলে।
  • ব্যবহৃত তুলা অত্যধিক ওপেনিং ও ক্লিনিং করা হলে।

প্রতিকার :

  • ক্যালেন্ডার রোলার নির্দিষ্ট পরিমাণে চাপ দিলে।
  • ব্লো-রুমের সঠিক আপেক্ষিক আদ্রতা বজায় রাখা লাগবে।
  • ব্যবহৃত তুলা সঠিক ওপেনিং ও ক্লিনিং করা লাগবে।

ব্যারেল শেপ ল্যাপ (Barrel Shaped Lap)

কারণ :

  • কেইজ ফ্যানের গতি অতিরিক্ত হলে এই সমস্যা দেখা যায়।

প্রতিকার :

  • কেইজ ফ্যানের গতি নিয়ন্ত্রণে রাখলেই উপরিউক্ত ত্রুটি রোধ করা সম্ভব।

গার্মেন্টস স্যাম্পলে যে সমস্যা সম্পর্কে জানতে – ক্লিক করুন

টাই-ডাই – সম্পর্কে জানতে ক্লিক করুন

কনিক্যাল শেপ ল্যাপ (Conical Shaped Lap)

কারণ :

  • কেইজ ফ্যানের ত্রুটি থাকলে ও কেইজ ফ্যানের গতি অসম হলে।
  • ক্যালেন্ডার রোলারের র‍্যাকের দাঁত ভাঙ্গা হলে।
  • কেইজের জালি ছিদ্র বা কেইজের সঠিক লেভেলে না থাকলে।

প্রতিকার :

  • সঠিক কেইজ ফ্যান ও তার সঠিক গতি নিয়ন্ত্রণ রাখতে হবে।
  • ক্যালেন্ডার রোলার ও র‍্যাক দোষমুক্ত থাকতে হবে।
  • কেইজকে ত্রুটিপূর্ণ রাখতে হবে।

ল্যাপ শীটের এক পাশ থেকে অন্য পাশ মোটা (Lap Sheet Thicker at One Side Then The Other)

কারণ :

  • পেজের মধ্যে থাকা ড্যামপার সেটিং সঠিক না থাকলে।
  • ক্যালেন্ডার রোলারের এর ওজন ঠিক না থাকলে।

প্রতিকার :

  • কেজির মধ্যে থাকা ড্যামপার সঠিকভাবে সেট করতে হবে।
  • ক্যালেন্ডার রোলার এর ওজন সঠিক করতে হবে।

স্পিলিট ল্যাপ (Spilit Lap)

কারণ :

  • টপ ও বটম কেইজের যে গতি থাকে তার তারতম্য হলে।
  • ক্যালেন্ডার রোলারের নির্দিষ্ট চাপের তুলনায় চাপ কম হলে।
  • ব্লো-রুমের তাপমাত্রা কম হলে।

প্রতিকার :

  • টপ ও বটম নিজের গতি সঠিক হতে হবে।
  • ক্যালেন্ডার রোলার এর সঠিক চাপ প্রয়োগ করতে হবে।
  • ব্লো-রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে।

দুর্বল ক্লিনিং দক্ষতা (Poor Cleaning Efficiency)

কারণ :

  • বিটার চেম্বার এবং ডাস্ট কালেকশন চেম্বার এ কোন লিকেজ থাকলে।
  • বিটারের স্ট্রাইকিং প্রান্ত ভোতা থাকলে।
  • মিক্সিং এ উচ্চ ভেরিয়েশন যুক্ত ট্রাশ থাকলে।
  • এয়ার প্যাসেজে অতিরিক্ত ওয়েস্ট জমা হলে এবং ওয়েস্টেজ রিমুভ ঠিকভাবে না হলে।
  • বিটারে অতিরিক্ত ফিডিং হলে।

প্রতিকার :

  • বিটার চেম্বার অথবা ডাস্ট কালেকশন চেম্বারে লিকেজ আছে কিনা তা দেখতে হবে, লিকেজ থাকলে মেরামত করতে হবে।
  • বিটারের স্ট্রাইকিং প্রান্তভাগ যেন ভোতা না থাকে তার দিকে নজর রাখতে হবে।
  • মিক্সিং এর আগে ট্রাশের হারের সমতার দিকে খেয়াল রাখতে হবে।
  • এয়ার প্যাসেজে অতিরিক্ত ওয়েস্টেজ যেন জমা না হয়, যদিও জমা হয়ে যায় তাহলে ওয়েস্টেজ রিমুভ হওয়ার সঠিক ব্যবস্থা রাখতে হবে।
  • বিটারের ফিডিং সঠিক মাত্রায় রাখতে হবে।

ব্লো-রুম অতিরিক্ত নেপের সৃষ্টি (Excessive Nep Formation in Blowroom)

কারণ :

  • কটনের আদ্রতা কম অথবা বেশি হলে।
  • বিটার সমূহের পিন ভোতা থাকলে।
  • বিটারের গতি অতিরিক্ত হলে।
  • স্টিপিং রেইল ভাঙ্গা থাকলে।
  • মরিচা যুক্ত গ্রিডবারের কারণে।
  • পাইপ লাইনে এয়ার লিকেজ থাকলে।

প্রতিকার :

  • কটনের আদ্রতা সঠিক হতে হবে।
  • বিটার সমূহের পিন সঠিক থাকতে হবে।
  • বিটারের গতি নির্দিষ্ট রাখতে হবে।
  • স্টিপিং রেইল ঠিক থাকতে হবে।
  • মরিচাযুক্ত গ্রিডবার পরিহার করতে হবে।
  • পাইপ লাইনে এয়ার লিকেজ থাকলে তা পরিবর্তন করতে হবে।

ব্লো-রুম ল্যাপের উচ্চ ওজন ভ্যারিয়েশন (High Variation in B/R Lap Weight)

কারণ :

  • আঁশের গুচ্ছের ওজনের তারতম্য হবার কারণে।
  • আঁশের ওপেনিং মাত্রা কম হলে।
  • নির্বাচিত বিটার সঠিক না হলে।
  • অতিরিক্ত ওয়েস্টেজ মিক্সিং এ ব্যবহার করলে।
  • হপার বেইল ব্রেকারে ফিডিং অনিয়মিত হলে।

প্রতিকার :

  • আঁশের ওপেনিং যাতে ভালো হয় তার প্রতি নজর দিতে হবে।
  • নির্বাচিত বিটার সঠিক হতে হবে।
  • ভাল আঁশের সাথে ওয়েস্টেজ মিক্সিং কমিয়ে দিতে হবে।
  • হপার বেইল ব্রেকারে ফিডিং রেগুলার হতে হবে।

ল্যাপ লিকিং (Lap Licking)

কারণ :

  • তুলার ওপেনিং কম হবার কারণে।
  • ব্যবহৃত তুলার সাথে অধিক হারে সফট ওয়েস্ট ব্যবহার করলে।
  • চুলার ওপেনিং কম হলে।
  • ল্যাপের উপর ক্যালেন্ডার রোলারের চাপ কম থাকলে।

প্রতিকার :

  • তুলার ওপেনিং সঠিক হতে হবে।
  • কাঁচা ও বর্জিত তুলার মিশ্রণের অনুপাত সঠিক থাকতে হবে।
  • ল্যাপের উপর ক্যালেন্ডার রোলারের চাপ সঠিক থাকতে হবে।

খারাপ সেলভেজ (Bad Selvedege)

কারণ :

  • কেইজ এবং ল্যাটিসের ত্রুটিপূর্ণ হবার কারণে।

প্রতিকার :

  • কেইজ এবং ল্যাটিসকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে ত্রুটি দূর করা যায়।

অতিরিক্ত লিন্ট ট্রাশের সঙ্গে দূর হলে (Excessive Lint Loss With Trash)

কারণ :

  • গ্রিডবারসমূহের সেটিং এর দূরত্ব বেশি থাকলে।
  • গ্রিডবার না থাকলে।
  • বিটার এর গতি কম হলে।
  • ভালো ওয়েস্ট মিক্সিং এ অতিরিক্ত ব্যবহার করা হলে।
  • সাকশন ইউনিটে দূর্বল এয়ার কারেন্ট থাকলে।

প্রতিকার :

  • গ্রিডবারসমূহের সেটিং এর দূরত্ব সঠিক হতে হবে।
  • গ্রিডবার না থাকলে তা লাগাতে হবে।
  • বিটার এর গতি সঠিক থাকতে হবে।
  • ভালো আঁশের সাথে অতিরিক্ত ভালো ওয়েস্টেজ আঁশ ব্যবহার করা যাবে না।
  • সাকশন ইউনিটের দূর্বল এয়ার কারেন্ট যাতে না হয় তার প্রতি দৃঢ় নজর রাখতে হবে।

ড্রিফট (Drift)

কারণ :

  • ল্যাপ লেংথ সেটিং ত্রুটিযুক্ত হলে।
  • ফিডিং এ ত্রুটি থাকলে।

প্রতিকার :

  • ল্যাপ বাতিল করা যাবে না, তাই কাডিং মেশিনে স্লাইভারের ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
  • ক্লিনিং পয়েন্টকে চেকর মাঝে রাখতে হবে ও ফিডিং সুষম করতে হবে।

প্রয়োজনীয় কিছু লিংক।

কয়ার ফাইবার সম্পর্কে জানতে – ক্লিক করুন

ভেজিটেবল ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে – ক্লিক করুন

ফিলামেন্ট কি জানতে – ক্লিক করুন

কটন ফাইবারের ত্রুটি ও প্রতিকার সম্পর্কে জানতে – ক্লিক করুন

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742