এই পোষ্টের মাধ্যমে আমরা ব্লো-রুমের ত্রুটি ও প্রতিকার সম্পর্কে জানতে পারবো।
ব্লো-রুমের ত্রুটিসমূহ
- অসম ল্যাপ (Irregular Lap)
- নরমাল ল্যাপ (Soft Lap)
- ব্যারেল শেপ ল্যাপ (Barrel Shaped Lap)
- কনিক্যাল শেপ ল্যাপ (Conical Shaped Lap)
- ল্যাপ শীটের এক পাশ থেকে অন্য পাশ মোটা (Lap Sheet Thicker at One Side Then The Other)
- স্পিলিট ল্যাপ (Spilit Lap)
- দুর্বল ক্লিনিং দক্ষতা (Poor Cleaning Efficiency)
- ব্লো-রুম অতিরিক্ত নেপের সৃষ্টি (Excessive Nep Formation in Blowroom)
- ব্লো-রুম ল্যাপের উচ্চ ওজন ভ্যারিয়েশন (High Variation in B/R Lap Weight)
- ল্যাপ লিকিং (Lap Licking)
- খারাপ সেলভেজ (Bad Selvedege)
- অতিরিক্ত লিন্ট ট্রাশের সঙ্গে দূর হলে (Excessive Lint Loss With Trash)
- ড্রিফট (Drift)
অসম ল্যাপ (Irregular Lap)
কারণ :
- আঁশসমূহকে ফিড ল্যাটিসে অসম ফিড করলে।
- কেইজ, রেগুলেটিং ও সুইং ডোর মেশিনে ত্রুটি থাকলে।
- মিশ্রণ করার সময় আঁশসমূহের মধ্যে ছোট আঁশ, দুর্বল এবং অপরিপক্ক আঁশ থাকলে।
প্রতিকার:
- আঁশসমূহ ফিড ল্যাটিসে সুষম ফিডিং নিশ্চিত করা লাগবে।
- মিশ্রণের মধ্যে যাতে করে ছোট আঁশ, দুর্বল এবং অপরিপক্ক আঁশ না থাকে সেদিকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে।
- কেইজ, রেগুলেটিং ও সুইং ডোর মেশিন সঠিক রাখতে হবে।
নরমাল ল্যাপ (Soft Lap)
কারণ :
- ক্যালেন্ডার রোলার প্রয়োজনের তুলনায় কম চাপ দিলে।
- ব্লো-রুমের আপেক্ষিক আদ্রতার পরিমাণ কম হলে।
- ব্যবহৃত তুলা অত্যধিক ওপেনিং ও ক্লিনিং করা হলে।
প্রতিকার :
- ক্যালেন্ডার রোলার নির্দিষ্ট পরিমাণে চাপ দিলে।
- ব্লো-রুমের সঠিক আপেক্ষিক আদ্রতা বজায় রাখা লাগবে।
- ব্যবহৃত তুলা সঠিক ওপেনিং ও ক্লিনিং করা লাগবে।
ব্যারেল শেপ ল্যাপ (Barrel Shaped Lap)
কারণ :
- কেইজ ফ্যানের গতি অতিরিক্ত হলে এই সমস্যা দেখা যায়।
প্রতিকার :
- কেইজ ফ্যানের গতি নিয়ন্ত্রণে রাখলেই উপরিউক্ত ত্রুটি রোধ করা সম্ভব।
গার্মেন্টস স্যাম্পলে যে সমস্যা সম্পর্কে জানতে – ক্লিক করুন।
টাই-ডাই – সম্পর্কে জানতে ক্লিক করুন।
কনিক্যাল শেপ ল্যাপ (Conical Shaped Lap)
কারণ :
- কেইজ ফ্যানের ত্রুটি থাকলে ও কেইজ ফ্যানের গতি অসম হলে।
- ক্যালেন্ডার রোলারের র্যাকের দাঁত ভাঙ্গা হলে।
- কেইজের জালি ছিদ্র বা কেইজের সঠিক লেভেলে না থাকলে।
প্রতিকার :
- সঠিক কেইজ ফ্যান ও তার সঠিক গতি নিয়ন্ত্রণ রাখতে হবে।
- ক্যালেন্ডার রোলার ও র্যাক দোষমুক্ত থাকতে হবে।
- কেইজকে ত্রুটিপূর্ণ রাখতে হবে।
ল্যাপ শীটের এক পাশ থেকে অন্য পাশ মোটা (Lap Sheet Thicker at One Side Then The Other)
কারণ :
- পেজের মধ্যে থাকা ড্যামপার সেটিং সঠিক না থাকলে।
- ক্যালেন্ডার রোলারের এর ওজন ঠিক না থাকলে।
প্রতিকার :
- কেজির মধ্যে থাকা ড্যামপার সঠিকভাবে সেট করতে হবে।
- ক্যালেন্ডার রোলার এর ওজন সঠিক করতে হবে।
স্পিলিট ল্যাপ (Spilit Lap)
কারণ :
- টপ ও বটম কেইজের যে গতি থাকে তার তারতম্য হলে।
- ক্যালেন্ডার রোলারের নির্দিষ্ট চাপের তুলনায় চাপ কম হলে।
- ব্লো-রুমের তাপমাত্রা কম হলে।
প্রতিকার :
- টপ ও বটম নিজের গতি সঠিক হতে হবে।
- ক্যালেন্ডার রোলার এর সঠিক চাপ প্রয়োগ করতে হবে।
- ব্লো-রুমের তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখতে হবে।
দুর্বল ক্লিনিং দক্ষতা (Poor Cleaning Efficiency)
কারণ :
- বিটার চেম্বার এবং ডাস্ট কালেকশন চেম্বার এ কোন লিকেজ থাকলে।
- বিটারের স্ট্রাইকিং প্রান্ত ভোতা থাকলে।
- মিক্সিং এ উচ্চ ভেরিয়েশন যুক্ত ট্রাশ থাকলে।
- এয়ার প্যাসেজে অতিরিক্ত ওয়েস্ট জমা হলে এবং ওয়েস্টেজ রিমুভ ঠিকভাবে না হলে।
- বিটারে অতিরিক্ত ফিডিং হলে।
প্রতিকার :
- বিটার চেম্বার অথবা ডাস্ট কালেকশন চেম্বারে লিকেজ আছে কিনা তা দেখতে হবে, লিকেজ থাকলে মেরামত করতে হবে।
- বিটারের স্ট্রাইকিং প্রান্তভাগ যেন ভোতা না থাকে তার দিকে নজর রাখতে হবে।
- মিক্সিং এর আগে ট্রাশের হারের সমতার দিকে খেয়াল রাখতে হবে।
- এয়ার প্যাসেজে অতিরিক্ত ওয়েস্টেজ যেন জমা না হয়, যদিও জমা হয়ে যায় তাহলে ওয়েস্টেজ রিমুভ হওয়ার সঠিক ব্যবস্থা রাখতে হবে।
- বিটারের ফিডিং সঠিক মাত্রায় রাখতে হবে।
ব্লো-রুম অতিরিক্ত নেপের সৃষ্টি (Excessive Nep Formation in Blowroom)
কারণ :
- কটনের আদ্রতা কম অথবা বেশি হলে।
- বিটার সমূহের পিন ভোতা থাকলে।
- বিটারের গতি অতিরিক্ত হলে।
- স্টিপিং রেইল ভাঙ্গা থাকলে।
- মরিচা যুক্ত গ্রিডবারের কারণে।
- পাইপ লাইনে এয়ার লিকেজ থাকলে।
প্রতিকার :
- কটনের আদ্রতা সঠিক হতে হবে।
- বিটার সমূহের পিন সঠিক থাকতে হবে।
- বিটারের গতি নির্দিষ্ট রাখতে হবে।
- স্টিপিং রেইল ঠিক থাকতে হবে।
- মরিচাযুক্ত গ্রিডবার পরিহার করতে হবে।
- পাইপ লাইনে এয়ার লিকেজ থাকলে তা পরিবর্তন করতে হবে।
ব্লো-রুম ল্যাপের উচ্চ ওজন ভ্যারিয়েশন (High Variation in B/R Lap Weight)
কারণ :
- আঁশের গুচ্ছের ওজনের তারতম্য হবার কারণে।
- আঁশের ওপেনিং মাত্রা কম হলে।
- নির্বাচিত বিটার সঠিক না হলে।
- অতিরিক্ত ওয়েস্টেজ মিক্সিং এ ব্যবহার করলে।
- হপার বেইল ব্রেকারে ফিডিং অনিয়মিত হলে।
প্রতিকার :
- আঁশের ওপেনিং যাতে ভালো হয় তার প্রতি নজর দিতে হবে।
- নির্বাচিত বিটার সঠিক হতে হবে।
- ভাল আঁশের সাথে ওয়েস্টেজ মিক্সিং কমিয়ে দিতে হবে।
- হপার বেইল ব্রেকারে ফিডিং রেগুলার হতে হবে।
ল্যাপ লিকিং (Lap Licking)
কারণ :
- তুলার ওপেনিং কম হবার কারণে।
- ব্যবহৃত তুলার সাথে অধিক হারে সফট ওয়েস্ট ব্যবহার করলে।
- চুলার ওপেনিং কম হলে।
- ল্যাপের উপর ক্যালেন্ডার রোলারের চাপ কম থাকলে।
প্রতিকার :
- তুলার ওপেনিং সঠিক হতে হবে।
- কাঁচা ও বর্জিত তুলার মিশ্রণের অনুপাত সঠিক থাকতে হবে।
- ল্যাপের উপর ক্যালেন্ডার রোলারের চাপ সঠিক থাকতে হবে।
খারাপ সেলভেজ (Bad Selvedege)
কারণ :
- কেইজ এবং ল্যাটিসের ত্রুটিপূর্ণ হবার কারণে।
প্রতিকার :
- কেইজ এবং ল্যাটিসকে রক্ষণাবেক্ষণের মাধ্যমে ত্রুটি দূর করা যায়।
অতিরিক্ত লিন্ট ট্রাশের সঙ্গে দূর হলে (Excessive Lint Loss With Trash)
কারণ :
- গ্রিডবারসমূহের সেটিং এর দূরত্ব বেশি থাকলে।
- গ্রিডবার না থাকলে।
- বিটার এর গতি কম হলে।
- ভালো ওয়েস্ট মিক্সিং এ অতিরিক্ত ব্যবহার করা হলে।
- সাকশন ইউনিটে দূর্বল এয়ার কারেন্ট থাকলে।
প্রতিকার :
- গ্রিডবারসমূহের সেটিং এর দূরত্ব সঠিক হতে হবে।
- গ্রিডবার না থাকলে তা লাগাতে হবে।
- বিটার এর গতি সঠিক থাকতে হবে।
- ভালো আঁশের সাথে অতিরিক্ত ভালো ওয়েস্টেজ আঁশ ব্যবহার করা যাবে না।
- সাকশন ইউনিটের দূর্বল এয়ার কারেন্ট যাতে না হয় তার প্রতি দৃঢ় নজর রাখতে হবে।
ড্রিফট (Drift)
কারণ :
- ল্যাপ লেংথ সেটিং ত্রুটিযুক্ত হলে।
- ফিডিং এ ত্রুটি থাকলে।
প্রতিকার :
- ল্যাপ বাতিল করা যাবে না, তাই কাডিং মেশিনে স্লাইভারের ওজন নিয়ন্ত্রণ করতে হবে।
- ক্লিনিং পয়েন্টকে চেকর মাঝে রাখতে হবে ও ফিডিং সুষম করতে হবে।
প্রয়োজনীয় কিছু লিংক।
কয়ার ফাইবার সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ভেজিটেবল ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে – ক্লিক করুন।
ফিলামেন্ট কি জানতে – ক্লিক করুন।
কটন ফাইবারের ত্রুটি ও প্রতিকার সম্পর্কে জানতে – ক্লিক করুন।