এই পোস্টের মাধ্যমে আমরা ভেজিটেবল ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
ভেজিটেবল ফাইবার কি?

ভেজিটেবল ফাইবার হচ্ছে প্রাকৃতিক ফাইবার।
গাছের (ছাল, পাতা) বীজ ইত্যাদি থেকেই ভেজিটেবল ফাইবার তৈরি হয়। ভেজিটেবল ফাইবার মূলত উদ্ভিদ ফাইবার।
ভেজিটেবল ফাইবারের প্রকারভেদ

ভেজটাবল ফাইবার কে তিন ভাগে ভাগ করা হয়।
- সিড ফাইবার (Seed Fiber)
- বাস্ট ফাইবার (Bast Fiber)
- লিফ ফাইবার (Leap Fiber)
সিড ফাইবার

সিট ফাইবার মানে হল বীজ ফাইবার। বীজের আশেপাশে যে ফাইবার/আঁশ অবস্থান করে তাই হল সিড/বীজ ফাইবার।
বীজ ফাইবারের সব থেকে ভাল উদাহরন হচ্ছে, তুলা (Cotton)
- ক্যাপক (Kapok)
- নারিকেলের ছোবড়া (Coir)
বাস্ট ফাইবার

বাস্ট ফাইবার মানে হচ্ছে বৃক্ষ কোষ ফাইবার।
উদ্ভিদের (গাছের) ছাল-বাকল হতো যে ফাইবার পাওয়া যায় তাই হল বাস্ট ফাইবার।
বাস্ট ফাইবার এর উদাহরণ
- পাট (Jute)
- হেম্প (Hemp)
- ফ্লাক্স (Flax)
- ক্যানাফ (Kanaf)
- র্্যামি (Ramie)
- ইত্যাদি
লিফ ফাইবার

গাছের পাতা ও মূল হতে যে ফাইবার উৎপত্তি হয় তাই হল লিফ/ভাসকুলার ফাইবার বলা হয়।
ফাইবারের উদাহরণ
- ম্যানিলা (Menila)
- আনারস (Pineapple)
- সিসাল (Sisal)
- পিনা (Pina)
প্রয়োজনীয় কিছু লিংক।
সিনথেটিক ফাইবার এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে – ক্লিক করুন।
মাইক্রোনিয়ার ভ্যালু সম্পর্কে জানতে – ক্লিক করুন।
হেম্প ফাইবার নিয়ে বিস্তারিত সম্পর্কে জানতে – ক্লিক করুন।
গার্মেন্টস ওয়াশিং সম্পর্কে জানতে – ক্লিক করুন।