সিনথেটিক ফাইবার এর বৈশিষ্ট্য (Properties of Synthetic Fibers)

এই পোষ্টের মাধ্যমে আমরা সিনথেটিক ফাইবার এর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব।

সিনথেটিক ফাইবার মানে হচ্ছে কৃত্রিম ফাইবার। আর আমরা সবাই জানি, কৃত্রিম ফাইবার হলো মানুষ নির্মিত ফাইবার। বিভিন্ন রাসায়নিক পদার্থের সংমিশ্রণ ঘটিয়ে কৃত্রিমভাবে সিন্থেটিক ফাইবার তৈরি করা হয়।

সিনথেটিক ফাইবার এর বৈশিষ্ট্যগুলো 

Synthetic-Fiber
  • সিনথেটিক ফাইবার এর দাম অনেক কম হয়ে থাকে।
  • সিনথেটিক ফাইবার সবসময় পরিষ্কার থাকে।
  • এই ফাইবার অনেক শক্তিশালী হয়ে থাকে এবং এর স্থিতিস্থাপকতা অনেক ভালো।
  • সিনথেটিক ফাইবার দ্বারা তৈরিকৃত কাপড়, ধোয়া খুবই সহজ এবং কাপড়ে ময়লা তাড়াতাড়ি দূর হয়।
  • পোশাক ছাড়াও অন্যান্য কাজে সিনথেটিক ফাইবার এর চাহিদা অনেক বেশি।
  • সিনথেটিক ফাইবার যখন তাপের সংস্পর্শে আসে তখন ফাইবার সংকুচিত হয়ে ভেঙে যায়।
  • গরমের দিনে মানব শরীরের জন্য সিনথেটিক ফাইবার সহনীয় নয়।
  • বছরে সবসময়ই সিনথেটিক ফাইবার উৎপন্ন করা যায়।
  • সিনথেটিক ফাইবার নষ্ট হয়ে গেলে সেটি আবার রিসাইকেল করা যায়।
  • সিনথেটিক ফাইবার পরিবেশবান্ধব নয়।

মাইক্রোনিয়ার ভ্যালু সম্পর্কে জানতে – ক্লিক করুন

ফিলামেন্ট কি জানতে – ক্লিক করুন

পাট বা জুট ফাইবার নিয়ে বিস্তারিত জানতে – ক্লিক করুন

পাট বা জুট ফাইবারের ত্রুটি ও প্রতিকার সম্পর্কে জানতে – ক্লিক করুন

সিনথেটিক ফাইবার এর কিছু ছবি।

Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742