গার্মেন্টস ওয়াশিং (Garment Washing)

এই পোস্টের মাধ্যমে আমরা ওয়াশিং সম্পর্কে সম্পূর্ণ ধারণা পাবো।

ওয়াশিং(Washing)

Garment Washing

সাধারণভাবে কোন কিছু ধৌতকরণকেই ওয়াশিং বুঝায়। টেক্সটাইল এর ক্ষেত্রে ওয়াশিং বলতে, ওয়েট প্রসেসিং প্রক্রিয়ার জন্য ফেব্রিককে পরপর বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয় তাই একটি প্রসেসে ব্যবহৃত কেমিক্যাল পরবর্তী প্রসেসের জন্য মারাত্মক ক্ষতিকর কারণ হয়ে দাঁড়াবে তার জন্যই একটি কেমিক্যাল ব্যবহার করার পরে ফেব্রিককে ওয়াশিং করে পরবর্তী কেমিক্যাল ব্যবহার করতে হয়।

টেক্সটাইলে ওয়াশিং বলতে যে প্রক্রিয়ার মাধ্যমে ফেব্রিক বা ইয়ার্ন থেকে যে অতিরিক্ত কেমিক্যালস এবং অপদ্রব্য দূর করা হয়, তাকে ওয়াশিং বলে।

ওয়াশিং এর উদ্দেশ্য (purpose of Washing)

Garment Washing
  • ওয়েট প্রসেসিং এর ব্যবহার করা কেমিক্যাল যদি টেক্সটাইল দ্রব্যের গায়ে লেগে থাকে তাহলে টেক্সটাইল দ্রব্য/পণ্য নষ্ট হয়ে যাবে। ভালোভাবে ওয়াশিং করা হলে এ ধরনের কোনো ক্ষতির সম্ভাবনা থাকে না।
  • ওয়েট প্রসেসিং এ ব্যবহৃত কেমিক্যাল এসিড, অ্যালকালি, রিডিউসিং এজেন্ট, ব্লিচিং এজেন্ট ইত্যাদি বিভিন্ন প্রকার ডাইস্টাফসহ অন্যান্য কেমিক্যাল দূর করা, যাতে করে হাইড্রোসেলুলোজ ও অক্সিসেলুলোজ তৈরি না হয়ে ফেব্রিক/ইয়ার্নে ক্ষতি না করে।
  • টেক্সটাইল পণ্য হতে ক্যামিক্যাল অপদ্রব্য ইত্যাদি দূর করে ফেব্রিককে পরবর্তী প্রক্রিয়ার জন্য উপযোগী করে তোলা।
  • প্রিন্টিং প্রসেস এরপর ওয়াশিং করা হয় যাতে করে অতিরিক্ত প্রিন্টিং পেস্ট দূর হয়।
  • তাছাড়াও ফেব্রিক ফিনিশিং এরপর অনাকাঙ্ক্ষিত ধুলাবালি ময়লা দূর করার জন্য ওয়াশিং এর গুরুত্ব অপরিসীম।
  • টেক্সটিলে ওয়াশিং এর যে মূল উদ্দেশ্য তা হলো অতিরিক্ত কেমিক্যাল এবং অপদ্রব্য সমূহ দূর করা।

গার্মেন্টস ওয়াশিং এর প্রক্রিয়াগুলো (Processes of Garment Washing)

  • ওয়েট ওয়াশ প্রসেস
  • ড্রাই ওয়াশ প্রসেস

ওয়েট ওয়াশ প্রসেস (Wet Wash Process)

Garment Washing
  • নরমাল গার্মেন্টস ওয়াশ
  • পিগমেন্ট ওয়াশ
  • স্টোন ওয়াশ
  • সিলিকন ওয়াশ
  • কাস্টিক ওয়াশ
  • ইঞ্জাইম ওয়াশ
  • স্টোন এনজাইম ওয়াশ
  • এসিড ওয়াশ
  • ব্লীচ ওয়াশ
  • টিনটিং ওয়াশ

ড্রাই ওয়াশ প্রসেস (Dry Wash Process)

  • সেন্ড ব্লাস্টিং
  • হ্যান্ডস স্ক্র্যাপিং
  • ওভারঅল উরিংকেল 
  • পিগমেন্ট উরিংকেল
  • ব্রকেন এন্ড ট্যাগিং 
  • ইত্যাদি

ওয়াশিং মেশিনগুলো (washing Machines)

Garment Washing

টেক্সটাইল শিল্প কারখানায় বিভিন্ন ধরনের ওয়াশিং মেশিন ব্যবহার করা হয়ে থাকে। তবে যে মেশিন গুলো বেশি ব্যবহার করা হয় তার একটি তালিকা :

  • রোলার ওয়াশিং মেশিন
  • স্কয়ার বিটার ওয়াশিং মেশিন
  • উইঞ্চ ওয়াশিং মেশিন
  • বীম ওয়াশিং মেশিন
  • হ্যামাররিং মিলস 
  • ওয়াশ হূইল
Maruf Sikder

Maruf Sikder

মোঃ মারুফ সিকদার। একজন টেক্সটাইল ইন্জিনিয়ার। টেক্সটাইল ছাত্র ছাত্রীদের কথা বিবেচনা করে শুরু করা টেক্সটাইল বাংলা। ব্যস্ততার পাশাপাশি টেক্সটাইলের বিভিন্ন বিষয়াদি আলোচনা করি টেক্সটাইল বাংলায়। আপনাদের জন্য এই ছোট প্রয়াস যেনো নিয়মিত কিছু করার প্রয়াস যোগায়। অবশ্যই টেক্সটাইল বাংলার সাথে থাকুন।

Articles: 742