এই পোষ্টের মাধ্যমে আমরা সিসাল ফাইবার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো।
সিসাল প্রাকৃতিক ফাইবার, এই ফাইবার কে লিফ ফাইবার ও বলা হয়। সিসাল গাছের পাতা থেকে সিসাল ফাইবার সংগ্রহ করা হয়। সিসাল অ্যাগাভ প্রজাতির উদ্ভিদ, উদ্ভিদ গুলো দেখতে অনেকটা ক্যাকটাস গাছের মতন।
সিসাল ফাইবারের গুনাগুন

- সিসাল ফাইবার খুবই মসৃণ হয়।
- এই ফাইবার সোজা থাকে।
- সাধারণত সিসাল ফাইবার রং হলুদ হয়ে থাকে।
- এই ফাইবার লবণাক্ত পানিতে টিকতে পারেনা।
সিসাল ফাইবারের ব্যবহার
- ভালো মানের দড়ি তৈরিতে ব্যবহার করা হয়
- জুতার ব্রাশ তৈরিতে ব্যবহার হয়
- ঘোড়ার লেজের পশমের বিকল্প হিসেবে ব্যবহার করা হয় সিসাল ফাইবার।
- ভালো মানের ব্রাশ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়।

সিসাল ফাইবারের উপাদান

সেলুলোজ | ৭১% |
হেমি সেলুলোজ | ১৮% |
লিগনিন | ৬% |
পেকটিন | ২.৩% |
ফ্যাট এন্ড ওয়াক্স | ০.৫% |
লিকুইড পদার্থ | ১.৭% |
প্রয়োজনীয় কিছু লিংক।
সিনথেটিক ফাইবার এর বৈশিষ্ট্য সম্পর্কে জানতে – ক্লিক করুন।
মাইক্রোনিয়ার ভ্যালু সম্পর্কে জানতে – ক্লিক করুন।
ফিলামেন্ট কি জানতে – ক্লিক করুন।
হেম্প ফাইবার সম্পর্কে জানতে – ক্লিক করুন।
কটন ফাইবারের ত্রুটি ও প্রতিকার জানতে – ক্লিক করুন।