এই পোস্টের মধ্যে নিটিং ফল্টগুলো সম্পর্কে আলোচনা করব।
নিটিং ফল্টগুলো (Knitting Faults)
- ইয়ার্ন ডাস্ট (Yarn Dust)
- সেট – আপ (Set – Up)
- লুপ মার্ক (Loop Mark)
- নিডেল কাট (Needle Cut)
- অয়েল স্পট (Oil Spot)
- মিক্স ইয়ার্ন (Mix Yarn)
- হোল (Hole)
- লাইক্রা আউট (Lycra Out)
- ইয়ার্ন মিসিং (Yarn Missing)
- স্টার ফল্ট (Star Fault)
ইয়ার্ন ডাস্ট (Yarn Dust)

কারণ :-
নিটিং মেশিন ভালোভাবে পরিষ্কার না করার ফলে এবং নিটিং মেশিন ভালোভাবে পরিচালনা করা হলে ইয়ার্ন ডাস্ট সমস্যাটি দেখা দেয়।
ফেব্রিকে ইয়ার্ন ডাস্ট থাকলে ডাইংয়ে সমস্যা হবে এবং কস্টিং বেড়ে যাবে।
প্রতিকার :-
নিটিং মেশিন ভালোভাবে পরিষ্কার করতে হবে। মেশিন ভালোভাবে পরিচালনা করতে হবে এবং ওয়াশিং ফার্স্টনেস বাড়ালে এই ফল্ট রোধ করা সম্ভব।
সেট – আপ (Set – Up)

কারণ :-
নেডেল ব্রেক এবং ইয়ার্ন ব্রেক এর কারনে এই সমস্যাটি হয়ে থাকে।
প্রতিকার :-
নিটিং মেশিন চলাকালীন অপারেটরকে সতর্ক থাকতে হবে, যেন নেডেল ব্রেক এবং ইয়ার্ন ব্রেক হলে সাথে সাথে সঠিক পদক্ষেপ নিতে পারে।
লুপ মার্ক (Loop Mark)

কারণ :-
নিডেলের সমস্যা থাকলে এবং নিডেল যদি ঠিক মত কাজ না করে তাহলে এই সমস্যা দেখা দেয়।
প্রতিকার :-
পুরাতন নিডেল পরিবর্তন করে নতুন নিডেল লাগাতে হবে এবং নিডেল হূক পরিষ্কার রাখতে হবে।
নিডেল কাট (Needle Cut)

কারণ :-
ফেব্রিক নিটিং এর সময় ইয়ার্ন ফিডার এবং নিডেল সঠিকভাবে সেটিং না করা হলে ফেব্রিক এ নিডেল কাট দেখা দিতে পারে।
প্রতিকার :-
ইয়ার্ন ফিডার এবং নিডেল মাঝখানে নির্দিষ্ট পরিমাণ ফাঁকা রাখতে হবে। ভালোভাবে ইয়ার্ন ফিডার এবং নিডেল সেটিং করতে হবে।
অয়েল স্পট (Oil Spot)

কারণ :-
নিটিং মেশিন ফ্রি ভাবে চলার জন্য অয়েল ব্যবহার করা হয়, সেই অয়েল লিক করে ফেব্রিকে অয়েল স্পট তৈরি করতে পারে।
প্রতিকার :-
অয়েল যেন লিক না করে সেদিকে অবশ্যই অপারেটরকে খেয়াল রাখতে হবে।
মিক্স ইয়ার্ন (Mix Yarn)

কারণ :-
নিটিং এর সময় অপারেটরের অসতর্কতার ফলে অন্য কোন ইয়ার্ন মিক্স হয়ে যেতে পারে।
প্রতিকার :-
নিটিং করার সময় অপারেটরকে সতর্ক থাকতে হবে।
হোল (Hole)

কারণ :-
ইয়ার্ন ফিডার যথাযথভাবে সেটিং না হলে অথবা ইয়ার্ন কাউন্ট ঠিক না হলে মিটিং কৃত ফেব্রিকে হোল দেখা দিতে পারে।
প্রতিকার :-
ইয়ার্ন ফিডার সঠিকভাবে সেট করতে হবে এবং ইয়ার্ন কাউন্ট সঠিক রাখতে হবে।
লাইক্রা আউট (Lycra Out)

কারণ :-
রোলার ব্লক এবং নিডেল সঠিকভাবে কাজ না করলে সাধারণত লাইক্রা আউট সমস্যাটি দেখা দেয়।
প্রতিকার :-
অপারেটরকে সচেতন থাকতে হবে।
ইয়ার্ন মিসিং (Yarn Missing)

কারণ :-
নিডেল সঠিকভাবে কাজ না করলে, গোড়া থেকে ইয়ার্ন ছিড়ে গেলে।
প্রতিকার :-
নিডেল সঠিকভাবে কাজ করছে কিনা তার দিকে খেয়াল রাখতে হবে এবং অপারেটরকে সতর্ক থাকতে হবে।
স্টার ফল্ট (Star Fault)

কারণ :-
নিটিং করার সময় নিটিং মেশিনের এমসি সিলিন্ডারের আরপিএম হাই থাকলে ফেব্রিকে স্টার ফল্ট দেখা দিতে পারে।
প্রতিকার :-
অপারেটরকে অবশ্যই পারদর্শী এবং সতর্ক হতে হবে।
প্রয়োজনীয় কিছু লিংক।
ফিনিশিং ফল্টগুলো সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
ব্লো-রুমের ত্রুটি সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
সিনজিং এর ত্রুটি সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
অল ওভার প্রিন্টিং সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
ট্রাশ ও নেপস সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
ইয়ার্ন টুইস্ট সম্পর্কে জানতে :- ক্লিক করুন।
S
Thanks.